জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ৩২ শতাংশ। গত বছর ছিল ৯৭ দশমিক ৩৮ শতাংশ। এবার পাসের হার ও জিপিএ ৫ উভয় দিক থেকেই এগিয়ে আছে মেয়েরা।
শনিবার দুপুর ১টায় বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম ফলাফলের বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি বলেন, এবার পাসের হার এবং জিপিএ ৫ উভয় দিক থেকেই এগিয়ে আছে মেয়েরা।
গড় পাসের হার যেখানে ৯৬ দশমিক ৩২ শতাংশ সেখানে ছেলেদের পাসের হার ৯৫ দশমিক ৫৩ শতাংশ এবং মেয়েদের ৯৭ দশমিক ০১ শতাংশ।
প্রাপ্ত ফলাফল সূত্রে জানা যায়, ২০১৭ সালের জেএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২২ হাজার ১ শ ২৪ জন। অংশ নেয় ১ লাখ ১৮ হাজার ৩ শ ৯৭ জন শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছে ১ লাখ ১৪ হাজার ৩৫ জন। উত্তীর্ণদের মধ্যে ৫৩ হাজার ২২৯ জন ছাত্র এবং ছাত্রী সংখ্যা ৬০ হাজার ৪০৬ জন।
এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে ৮ হাজার ৪৩১ জন শিক্ষার্থী। গতবছর জিপিএ ৫ পেয়েছিল ১৫ হাজার ৫৭০ জন।
এবার জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র ৩ হাজার ২০৮ জন আর ছাত্রী ৫ হাজার ২২৩ জন। বরিশাল শিক্ষাবোর্ডের আওতাধীন ১ হাজার ৭০৪টি শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষায় অংশ নেয়। বরিশাল বোর্ডে মোট কেন্দ্র ছিল ১৭২টি।






















