০৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

গাজীপুরে দুই বাস সংঘর্ষে নিহত ১, আহত ২০

গাজীপুরের কালীগঞ্জে সংঘর্ষে দুই বাস খাদে পড়ে দিনা নাজনীন নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।

শনিবার সকালে কালীগঞ্জ-টঙ্গী সড়কের নাগরী ইউপির পিপুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজনীন কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউপির খলাপাড়া গ্রামের কোরবান আলীর স্ত্রী। তিনি আশুলিয়ার জিরাবো এলাকার পল্লী মঙ্গল কর্মসূচি নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন। আহতরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।

কালীগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন জানান, পিপুলিয়া এলাকায় বাদশা পরিবহনের দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঢাকা থেকে ভৈরবগামী বাসটি সড়কের উত্তর পাশে ও ভৈরব থেকে ঢাকাগামী বাসটি দক্ষিণ পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

তিনি আরো জানান, ঘটনার পর কালীগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

গাজীপুরে দুই বাস সংঘর্ষে নিহত ১, আহত ২০

প্রকাশিত : ০৫:০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০

গাজীপুরের কালীগঞ্জে সংঘর্ষে দুই বাস খাদে পড়ে দিনা নাজনীন নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।

শনিবার সকালে কালীগঞ্জ-টঙ্গী সড়কের নাগরী ইউপির পিপুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজনীন কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউপির খলাপাড়া গ্রামের কোরবান আলীর স্ত্রী। তিনি আশুলিয়ার জিরাবো এলাকার পল্লী মঙ্গল কর্মসূচি নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন। আহতরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।

কালীগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন জানান, পিপুলিয়া এলাকায় বাদশা পরিবহনের দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঢাকা থেকে ভৈরবগামী বাসটি সড়কের উত্তর পাশে ও ভৈরব থেকে ঢাকাগামী বাসটি দক্ষিণ পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

তিনি আরো জানান, ঘটনার পর কালীগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার