১০:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

‘প্রথম দেখা’ এলবাম নিয়ে নতুন বছরে আসিফ

আসিফ ভক্তদের মাঝে এ বছর ছিলো চমকের পর চমক। একাধিক জনপ্রিয় গান ও মিউজিক ভিডিওতে তার সাবলীল উপস্থিতি, বাংলা গান প্রেমীদের চমকের পাশাপাশি দিয়েছে পরিপূর্ণ বিনোদন। সেই ধারাবাহিকতায় নতুন বছরের প্রথম প্রহরেই ভক্তদের ‘প্রথম দেখা’ উপহার দেবেন বাংলা গানের এই শিল্পী।

নতুন বছরের প্রথম প্রহরে আসছে আসিফ আকবরের ‘প্রথম দেখা’ শিরোনামে নতুন গান। এর গীতিকার ও কন্ঠ শিল্পী লুৎফর হাসান। সুর করেছেন রিয়াদ হাসান ও সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত। গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

সম্প্রতি রাজধানীর কোক স্টুডিওতে শেষ হয়েছে গানটির শুটিং। এতে আসিফ আকবরের পাশাপাশি ডিজে রাহাতকেও দেখতে পাবেন দর্শক।

গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘প্রথমবার ডিজে রাহাতের সঙ্গে কাজ করেছি। ডিজে রাহাত মানেই ব্যতিক্রম কিছু। আবারও নতুন লুকে আসছি আমি। ‘প্রথম দেখা’র মিউজিক ভিডিওর জন্য হাতে ট্যাটু লাগিয়েছি। একেবারে শুভ্র একটি লুকে দর্শক আমাকে দেখতে পাবেন। পুরো গানটি ইনফিনিটি সাদা আর কালোর উপর করা। আমরা জানি শান্তির রং সাদা। মূলত নতুন বছর যাতে সবার শুভ্র, সুন্দর আর শান্তিতে কাটে সে লক্ষেই আমাদের এই প্রয়াস। আশা করছি গানটির অডিও এবং ভিডিও দুটিই দর্শকদের ভালো লাগবে।’

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রামে আজ তারেক রহমানের জনসভা

‘প্রথম দেখা’ এলবাম নিয়ে নতুন বছরে আসিফ

প্রকাশিত : ০৯:১১:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭

আসিফ ভক্তদের মাঝে এ বছর ছিলো চমকের পর চমক। একাধিক জনপ্রিয় গান ও মিউজিক ভিডিওতে তার সাবলীল উপস্থিতি, বাংলা গান প্রেমীদের চমকের পাশাপাশি দিয়েছে পরিপূর্ণ বিনোদন। সেই ধারাবাহিকতায় নতুন বছরের প্রথম প্রহরেই ভক্তদের ‘প্রথম দেখা’ উপহার দেবেন বাংলা গানের এই শিল্পী।

নতুন বছরের প্রথম প্রহরে আসছে আসিফ আকবরের ‘প্রথম দেখা’ শিরোনামে নতুন গান। এর গীতিকার ও কন্ঠ শিল্পী লুৎফর হাসান। সুর করেছেন রিয়াদ হাসান ও সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত। গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

সম্প্রতি রাজধানীর কোক স্টুডিওতে শেষ হয়েছে গানটির শুটিং। এতে আসিফ আকবরের পাশাপাশি ডিজে রাহাতকেও দেখতে পাবেন দর্শক।

গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘প্রথমবার ডিজে রাহাতের সঙ্গে কাজ করেছি। ডিজে রাহাত মানেই ব্যতিক্রম কিছু। আবারও নতুন লুকে আসছি আমি। ‘প্রথম দেখা’র মিউজিক ভিডিওর জন্য হাতে ট্যাটু লাগিয়েছি। একেবারে শুভ্র একটি লুকে দর্শক আমাকে দেখতে পাবেন। পুরো গানটি ইনফিনিটি সাদা আর কালোর উপর করা। আমরা জানি শান্তির রং সাদা। মূলত নতুন বছর যাতে সবার শুভ্র, সুন্দর আর শান্তিতে কাটে সে লক্ষেই আমাদের এই প্রয়াস। আশা করছি গানটির অডিও এবং ভিডিও দুটিই দর্শকদের ভালো লাগবে।’