রাঙ্গামাটিতে পিসিআর ল্যাব স্থাপনের আগেই প্রান দিতে হলো দুই শ্রমিকের। মঙ্গলবার সকালের দিকে শহরের জেনারেল হাসপাতাল সংলগ্ন রাঙ্গামাটি মেডিকেল কলেজগেটের সামনে পিসিআর ল্যাব স্থাপনের বৈদ্যুতিক সংযোগের কাজ করার সময়ে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- মো. আনোয়ার হোসেন (২৮) ও আবদুল আজিজ (২৬)। নিহত দু’জনেই শহরের পুরাতন পুলিশ লাইনের হাসপতাল এলাকার বাসিন্দা আবু বক্করের বাড়িতে ভাড়ায় থাকতেন। আর দু’জরেই গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ঈরদী বলে জানা গেছে।
নিহতের সাথে কাজ করা কয়েকজন শ্রমিক ও নিহত আজিজের ভাই জানিয়েছেন, বৈদ্যুতিক সংযোগ দেওয়ার জন্য মাটি খনন করে সংযোগ দেওয়ার সময়ে মাটির নিচে থাকা বৈদ্যুতিক লাইনের স্পর্শে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্রমিকদের দাবি, মাটির নিচে বৈদ্যুতিক লাইন আছে তাদেরকে কেউ অবগত করেনি। দুর্ঘটনার পরেই তা জানতে পারি। যার কারণে সেখানে আগে থাকা ড্রেন দিয়ে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
এদিকে পিসিআর ল্যাবের কাজে নিয়োজিত গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এসএম সানাউল্লাহ সেখানে আগে থেকে বৈদ্যুতিক লাইন থাকার বিষয়ে অস্বীকার করে বলেন, সেখানে আগে কোনো বৈদ্যুতিক লাইন ছিলো না। গণপূর্ত বিভাগের বাস্তবায়নাধীন ‘ঠিকাদার ভিআইপি’ নামে প্রতিষ্ঠানটি আমাদের বিদ্যুতের কাজ করে থাকে। বৃষ্টির কারণে কিংবা কিভাবে তারা বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন তা তদন্ত করে জানা যাবে। এটি একটি অনাকক্সিক্ষত দুর্ঘটনা ঘটে গেছে, যা খুব মর্মান্তিক। গণপূর্ত বিভাগও চেষ্টা করবে সহায়তা দিতে।
পুলিশ পরিদর্শক এসআই দেলোয়ার হোসেন জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসআই গিয়ে দুই শ্রমিকের মরদেহ দেখতে পাই। জানা গেছে বিদ্যুৎপৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে। দুই শ্রমিকের মরদেহ মর্গে রাখা হয়েছে। পরবর্তী তদন্ত অনুযায়ী সবকিছু জানা যাবে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করা হবে।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা.শওকত আকবর জানিয়েছেন, ঘটনাটি মর্মান্তিক এবং বিদ্যুতের ঘটনা। বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বিদ্যুৎপৃষ্ঠ হওয়ার সাথে সাথে দুই শ্রমিক আহত হলে জুরুরী ওয়ার্ডে নেওয়ার আগেই ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর






















