বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্র উপদেষ্টা হিসাবে দায়িত্ব পেলেন ড.মোহাম্মদ শরাফত আলী। তিনি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং(বিজিই) বিভাগের সহযোগী অধ্যাপক।
এর আগে শিক্ষার্থী উপদেষ্টা হিসাবে দায়িত্বে ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মসিউর রহমান। বৃহস্পতিবার(১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.মোহাম্মদ নূর উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অত্র বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং(বিজিই) বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ শরাফত আলীকে শিক্ষার্থী উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হল। পরবর্তী আদেশ না আশা পর্যন্ত এ আদেশ বলবত্ থাকবে। এ আদেশ তার যোগ দানের তারিখ হতে কার্যকর হবে।
বিজনেস বাংলাদেশ / আতিক