০৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

‘তোলপাড়’ ছবিতে জুটিবদ্ধ সনি-মৌমিতা

মিজানুর রহমান মিজান পরিচালিত ‘তোলপাড়’ ছবিতে আইরিনের বদলে সনি রহমানের সঙ্গে জুটিবদ্ধ হচ্ছেন মৌমিতা মৌ। নতুন বছরে এফডিসিতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হবে এই ছবির শুটিং। এই ছবিতে আইরিনের কাজ করার কথা থাকলেও আইরিন চুক্তিবদ্ধ হয়ে আবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ছবি থেকে সরে দাঁড়ান। আইরিন বলেন, ‘ছবিতে কাজ করতে আমার সব সময়ই ভালো লাগে। তবে আমি পারিবারিক কিছু কাজে ব্যস্ত থাকায় কাজটি করতে পারছি না।’

বিষয়টি নিয়ে পরিচালক মিজান বলেন, ‘আমি চলচ্চিত্র নির্মাণ করি, শিল্পীদের দিয়ে সুন্দর একটি গল্প পর্দায় তুলে ধরতে চাই। কাজটি আমি করব আর সেখানে গল্পের প্রয়োজনেই শিল্পীদের ব্যবহার করব। আমি কোনো শিল্পীকে তুলে ধরার জন্য ছবি বানাচ্ছি না। আইরিন কাজ না করলে সমস্যা নেই। তবে তিনি কাজটি করবেন না, এটা যদি আমাকে আগে জানাতেন তাহলে একজন পরিচালক হিসেবে আমি সম্মানিত বোধ করতাম। অথচ তাঁকে সাইনিং মানি দেওয়ার পর পত্রিকায় দেখলাম, তিনি কাজ করবেন না। এটা একজন পরিচালকের সঙ্গে শিল্পীর কেমন আচরণ, আমি জানি না। তবে আমি মনে করি, যত দিন পরিচালককে শিল্পীরা সম্মান দিতে না শিখবেন, তত দিন আমাদের চলচ্চিত্র থেকে দর্শক কী শিখবেন? কোনো শিল্পী যদি শুটিং শুরুর আগেই কোনো প্রকার কমিটমেন্ট নষ্ট করেন, তাহলে এই শিল্পীকে নিয়ে ভালোভাবে কাজ করা যায় না। একটি ভালো চলচ্চিত্র নির্মাণে শিল্পীর কমিটমেন্ট ঠিক রাখা অনেক গুরুত্বপূর্ণ। কোনো একজন শিল্পীর কারণে আমি একজন প্রযোজকের ক্ষতি করতে পারি না।’

সনি ও মৌমিতা জুটি নিয়ে তিনি বলেন, ‘তাই সব দিক বিবেচনা করে ভালো একটি ছবি নির্মাণের কথা চিন্তা করে আমি মৌমিতা মৌকে কাস্ট করেছি। আশা করছি, সনি রহমান ও মৌমিতাকে দিয়ে আমি দর্শকদের ভালো একটি ছবি উপহার দিতে পারব।’ পরিচালক আরো জানান, এফডিসিতে এই ছবির মহরত অনুষ্ঠিত হবে।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

‘তোলপাড়’ ছবিতে জুটিবদ্ধ সনি-মৌমিতা

প্রকাশিত : ০২:৫৮:০২ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭

মিজানুর রহমান মিজান পরিচালিত ‘তোলপাড়’ ছবিতে আইরিনের বদলে সনি রহমানের সঙ্গে জুটিবদ্ধ হচ্ছেন মৌমিতা মৌ। নতুন বছরে এফডিসিতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হবে এই ছবির শুটিং। এই ছবিতে আইরিনের কাজ করার কথা থাকলেও আইরিন চুক্তিবদ্ধ হয়ে আবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ছবি থেকে সরে দাঁড়ান। আইরিন বলেন, ‘ছবিতে কাজ করতে আমার সব সময়ই ভালো লাগে। তবে আমি পারিবারিক কিছু কাজে ব্যস্ত থাকায় কাজটি করতে পারছি না।’

বিষয়টি নিয়ে পরিচালক মিজান বলেন, ‘আমি চলচ্চিত্র নির্মাণ করি, শিল্পীদের দিয়ে সুন্দর একটি গল্প পর্দায় তুলে ধরতে চাই। কাজটি আমি করব আর সেখানে গল্পের প্রয়োজনেই শিল্পীদের ব্যবহার করব। আমি কোনো শিল্পীকে তুলে ধরার জন্য ছবি বানাচ্ছি না। আইরিন কাজ না করলে সমস্যা নেই। তবে তিনি কাজটি করবেন না, এটা যদি আমাকে আগে জানাতেন তাহলে একজন পরিচালক হিসেবে আমি সম্মানিত বোধ করতাম। অথচ তাঁকে সাইনিং মানি দেওয়ার পর পত্রিকায় দেখলাম, তিনি কাজ করবেন না। এটা একজন পরিচালকের সঙ্গে শিল্পীর কেমন আচরণ, আমি জানি না। তবে আমি মনে করি, যত দিন পরিচালককে শিল্পীরা সম্মান দিতে না শিখবেন, তত দিন আমাদের চলচ্চিত্র থেকে দর্শক কী শিখবেন? কোনো শিল্পী যদি শুটিং শুরুর আগেই কোনো প্রকার কমিটমেন্ট নষ্ট করেন, তাহলে এই শিল্পীকে নিয়ে ভালোভাবে কাজ করা যায় না। একটি ভালো চলচ্চিত্র নির্মাণে শিল্পীর কমিটমেন্ট ঠিক রাখা অনেক গুরুত্বপূর্ণ। কোনো একজন শিল্পীর কারণে আমি একজন প্রযোজকের ক্ষতি করতে পারি না।’

সনি ও মৌমিতা জুটি নিয়ে তিনি বলেন, ‘তাই সব দিক বিবেচনা করে ভালো একটি ছবি নির্মাণের কথা চিন্তা করে আমি মৌমিতা মৌকে কাস্ট করেছি। আশা করছি, সনি রহমান ও মৌমিতাকে দিয়ে আমি দর্শকদের ভালো একটি ছবি উপহার দিতে পারব।’ পরিচালক আরো জানান, এফডিসিতে এই ছবির মহরত অনুষ্ঠিত হবে।