রাঙ্গামাটিতে সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন (রোমান) ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউটের সঙ্গীত শিক্ষক সুরেশ ত্রিপুরাসহ নতুন করে আরো ২৬ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছেন।
জেলা এ পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত বেড়ে মোট ৪৯৫ জন হয়েছে। এদিকে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারে শেফালী সেন নামে এক নারী করোনা উপসর্গ নিয়ে মারা গেলে তার রিপোর্ট পজেটিভ আসায় বর্তমানে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮জন। শুক্রবার চট্টগ্রামে ভেটেনারী এন্ড এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে আসা ৬৩ জনের রিপোর্টের মধ্যে ২৬জনের রিপোর্ট পজেটিভ এসেছে। যা ২৬ জনের মধ্যেই ২০জন রাঙ্গামাটি শহরের বাসিন্দা। অন্যান্য ৬জনের মধ্যে জুরাছড়ি থেকে ১জন,কাপ্তাই থেকে ২জন,বরকল ও রাজস্থলী উপজেলা থেকে একজন করে মোট ২৬জন জনের করোনা পজেটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন, রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের কোভিড-১৯ দায়িত্বপ্রাপ্ত ফোকাল পার্সন ডা.মোস্তফা কামাল।
ডা.মোস্তফা কামাল আরো জানান, রাঙ্গামাটি থেকে এ পর্যন্ত মোট ২৫২৭ টি নমুনা পাঠানো হয়েছে। তাদের মধ্যে নতুন করে ২৬জন কোভিড-১৯ শনাক্ত হওয়ায় জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৫জন। নতুন ২৬ জন শনাক্তের মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন (রোমান), ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউটের সঙ্গীত শিক্ষক সুরেশ ত্রিপুরা ও তার পরিবার করোনায় শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮জন।
যারা নতুন করে শনাক্ত হয়েছেন তারা বেশির ভাগই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের কোভিড-১৯ দায়িত্বপ্রাপ্ত ফোকাল পার্সন ডা.মোস্তফা কামাল।
এদিকে সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন (রোমান) ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউটের সঙ্গীত শিক্ষক সুরেশ ত্রিপুরা তাদের সাথে যোগাযোগ করে জানা যায়, স্বাস্থ্য বিভারে স্বাস্থ্যবিধি মেনেই তারা নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। পাশা-পাশি নিজেদের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তারা সকলেই সুস্থ আছেন বলে তারা জানিয়েছেন।
বিজনেস বাংলাদেশ / ইমরান মাসুদ




















