ময়মনসিংহের ধোবাউড়ায় নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মুক্তিযোদ্ধাদের মাঝে চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করেন ময়মনসিংহ-১ আসনের (হালুয়াঘাট-ধোবাউড়া) সংসদ সদস্য জুয়েল আরেং।
শনিবার (১৮ জুলাই) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব মিলনায়তনে বিভিন্ন স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫৭ জন ক্ষুদ্র-নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ৩ লাখ টাকা ও ২০ জন শিক্ষার্থীদের মাঝে একটি করে বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়াও ৬ জন মুক্তিযুদ্ধাকে ২৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামানের সভাপতিত্বে সাংসদ জুয়েল আরেং প্রধান অতিথির বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্যও কাজ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে তাদের জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় নৃতাত্ত্বিক মুক্তিযোদ্ধার চিকিৎসা সহয়তা জন্য এই টাকা দেয়া হয়েছে।
তখন উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডেভিট রানা চিসিম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সহ-সভাপতি জিন্নত আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, ওসি আলী আহাম্মদ মোল্লা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন সোহাগ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন রিপন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনিসহ আরো অনেকে।
পরে সাংসদ জুয়েল আরেং উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের গলই ভাঙ্গা গ্রাম ও উত্তর
বালীগাঁও গ্রামের ২৫ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ