যশোর- ৬ (কেশবপুর) আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপুল ভোটে জয়ী নবনির্বাচিত সংসদ সদস্য চাকলাদারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখা ছাত্রলীগ। আজ শনিবার বিকালে যশোর শহরস্থ কাঠালতলায় শাহীন চাকলাদারের বাসভবনে নেতাকর্মীরা এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম আফিকুর রহমান অয়ন, শহীদ মসিয়ূর রহমান হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা, শাখা ছাত্রলীগের সদ্য সাবেক উপ-প্রচার সম্পাদক ইলিয়াস হোসেন রকি, শাখা ছাত্রলীগকর্মী জয়দেব কুমার জয়, ফাহিম মোর্শেদ, আল আমিন, মঈন হাসান, রেজোয়ান আহমেদ, তানজীর, হৃদয়, লাবীব, আজিজুল হক সহ শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
উল্লেখ্য যে, গত ১৪ জানুয়ারী মঙ্গলবার যশোর- ৬ (কেশবপুর) আসনের উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বিপুল ভোটে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন। উক্ত আসনে মোট দুই লাখ ৩ হাজার ১৮ জন ভোটারের মধ্যে এক লাখ ২৯ হাজার ৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আর এর মধ্যে শাহীন চাকলাদার নৌকা প্রতীকে পেয়েছেন এক লাখ ২৪ হাজার ৩ ভোট।
বিজনেস বাংলাদেশ / আতিক






















