কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার অনাবাসিক শিক্ষার্থীদের মেস ভাড়া সমস্যার সমাধান হলেও এখনো আসেনি কুমিল্লা শহরে থাকা শিক্ষার্থীদের মেস ভাড়া নিয়ে কোনো সমাধান। ফলে মেস ভাড়া নিয়ে দোটানায় রয়েছে শিক্ষার্থীরা।
এ বিষয়ে শহরের পুলিশলাইন এলাকায় একটি মেসে বসবাসরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, ‘শহরে একটি মেসের ভাড়া এমনি বেশি। তার উপর করোনা সময়ে সেই টাকা পরিশোধ করা আর কষ্টকর। বাসার মালিক আমাদের নিয়মিত বাসা ভাড়ার জন্য আমাদের এখনো চাপ দিয়ে যাচ্ছে।
এ অবস্থায় যদি আমাদের বিশ্ববিদ্যালয় শহরের শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফের বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করে, তাহলে আমরা শহরের শিক্ষার্থী অনেক উপকৃত হবো।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী কামাল উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘শহরের মেস ভাড়ার সমস্যার সমাধান আমরা জেলা প্রশাসকের মাধ্যমে কররি চেষ্টা চলছে। জেলা প্রশাসকের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে।
জেলা প্রশাসক এখনো মিটিংয়ের তারিখ দেননি উল্লেখ করে তিনি আরও বলেন, এখন করোনা নিয়ে সবাই ব্যস্ত। এজন্য একটু সময় লাগছে। তবে যেহেতু একটা অংশের সমাধান হয়েছে আমরা জেলা প্রশাসকের সহায়তায় এটাও সমাধান করতে পারবো।
উল্লেখ্য, গত ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অবস্থিত মেস সমূহে বসবাসরত শিক্ষার্থীদের মেস ভাড়া ৪০ শতাংশ মওকুফ করা হয়।
বিজনেস বাংলাদেশ / আতিক/বিএইচ




















