অনিক একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। ক্লাসে যাওয়া আসার সময় তারই এলাকার কলেজ পড়ুয়া জারার সঙ্গে চোখাচোখি হয় তার। আসা যাওয়ার পথে নাম্বার আদান-প্রদান, ঘুরাঘুরি ও প্রেম। প্রথম প্রেমে অনিক একটু বেশিই আবেগ তাড়িত হয়ে যায়।
জারার ফোন যদি একবার কল ওয়েটিং পায়। এরপর অনিক নিজেকেই আঘাত করা শুরু করে। জারাকে সে এইসব বিষয় কখনো বুঝতে দেয়না। কিন্তু জারা হচ্ছে সব কিছুতেই খামখেয়ালি।
ক্লাস, বাবা-মা, ভবিষ্যত! সে সময়টাকে উপভোগ করাটাকেই বেশি প্রাধান্য দেয়। এই সময় উপভোগ করতে গিয়েই তৈরি হয় নতুন সমস্যা। এমন গল্প নিয়ে নাটক নির্মাণ করেছেন রাইসুল তমাল।
নাটকটিতে অনিক চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও জারা চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি।
নাটকটিতে আরও অভিনয় করেছেন সুজন হাবিব, তানজিম হাসান অনিক, চাষী আলম, মিলি বাশার, আজম খান, স্কার্লেট এ্যাথেনা প্রমুখ।
নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে ঈদ উল আজহায় ‘কেউ নেই’ নাটকটি হিয়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার