ইংরেজী নতুন বছর উপলক্ষে রাজধানীসহ বিভিন্ন স্থানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এমনই একটি অনুষ্ঠানে অংশ নেবেন চিত্রনায়িকা পপি।
কুর্মিটোলার গলফ ক্লাবের ওই অনুষ্ঠানটি নিয়ে পপি বলেন, বেশ বড় ধরনের আয়োজন এটি। আমার সঙ্গে ফেরদৌসসহ অনেকে অংশ নেবেন। হোয়াইট স্যান্ড রিসোর্টের আয়োজনে হবে থার্টি ফার্স্ট নাইটের এই বিশাল অনুষ্ঠান। আশা করি, জমকালো এই অনুষ্ঠানটি সকলে বেশ উপভোগ করবেন।
আয়োজক সূত্রে জানা যায়, জমকালো এই আয়োজনে আরও অংশ নেবেন পূর্ণিমা, ইমন, নওশীন, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, জনপ্রিয় নৃত্যশিল্পী শিবলী-নীপা, ডিজে রনো। কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যানকুইট হলে রাতের ডিনারসহ এই আয়োজন থাকবে।
ক্লাবের সদস্যরা ১০০০ টাকা এবং অতিথিরা ২০০০ টাকার বিনিময়ে টিকিট কেটে এই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

























