উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থী মধ্যে রঙিন বেলুন উড়িয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার সকাল সোয়া ১০টায় রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে পাঠপুস্তক উৎসব উদ্বোধন করেন তিনি।
এ উৎসব শুধু রাজধানীই নয়, দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন তুলে দেওয়া হচ্ছে।
এর আগে, শনিবার নতুন শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকারি বাসভবন গণভবনে সকাল ১০টায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে তিনি এর উদ্বোধন করেন।
এ উৎসব আয়োজনে নতুন বই ও রঙিন সাজে সজ্জিত হয়ে রাজধানীর বিভিন্ন স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী যোগ দেয়। এসময় শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশেষজ্ঞদের মতে, ‘বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ’ সরকারের ঐতিহাসিক এই সিদ্ধান্ত গ্রহণের ফলে বিদ্যালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ঝরে পড়া কমেছে এবং বিদ্যালয়গুলোতে উল্লেখযোগ্য হারে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
তারা বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণের উদ্যোগকে শিক্ষা খাতে একটি “মাইলফলক” হিসেবে বর্ণনা করেছেন, কারণ এতে শিক্ষার্থীরা তাদের লেখাপড়া চালিয়ে যেতে উৎসাহিত হচ্ছে।
এবার ৭১ লাখ ৯৩ হাজার ৩৬৯টি বই বেশি ছাপা হয়েছে। সারাদেশে এ বছর মোট ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি পাঠ্যবই বিতরণ করা হবে। আর মোট ৪ কোটি শিক্ষার্থীর মধ্যে এসব বই বিতরণ করা হবে। এনসিটিবি সূত্রে দাবি করা হয়েছে, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে রবিবার চাহিদা মতো সব বই পৌঁছে দেয়া হয়েছে।
উল্লেখ্য, বর্তমান সরকার ২০১০ শিক্ষাবর্ষ থেকে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু করেছে।























