১১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

সাবরিনাসহ চার জনের ব্যাংক হিসাব ফের তলব

ডা. সাবরিনা শারমিন হুসাইন

করোনাভাইরাসের ভুয়া রিপোর্ট সরবরাহে অভিযুক্ত জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীসহ চার জনের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। গত ২১ জুলাই এ সংক্রান্ত একটি চিঠি ব্যাংকগুলোর কাছে পাঠায় সিআইসি। এতে সাত দিনের মধ্যে হিসাব চারটির সব ধরনের আর্থিক বিবরণী চাওয়া হয়েছে।

একইসঙ্গে পূর্বে ছিল কিন্তু বর্তমানে বন্ধ হয়ে গেছে এমন সব ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে। এর আগেও ১২ জুলাই রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের সঙ্গে সাবরিনা শারমিনের ব্যাংক হিসাব তলব করা হয়েছিলো।

চিঠিতে বলা হয়, জোবেদা খাতুন সার্বজনীন স্বাস্থ্য সেবা (জেকেজি হেলথ কেয়ার), ওভাল অ্যাডভার্টাইজিং লিমিটেড, আরিফুল চৌধুরী এবং সাবরিনা শারমিন হোসেনের নামে, তার পরিবারের অন্যান্য সদস্য, স্ত্রী-সন্তানের একক বা যৌথ নামে অথবা তাদের আংশিক মালিকানাধীন যেকোনও প্রতিষ্ঠানের নামে ব্যাংকে যেকোনও মেয়াদি আমানত হিসাব, এফডিআর, সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, সঞ্চয়পত্র, ইনভেস্টমেন্ট স্কিম, শেয়ার হিসাব বা অন্য যেকোনও ধরনের হিসাব পরিচালিত হয়ে থাকলে ২০১৩ সালের জুলাই থেকে হালনাগাদ হিসাব বিবরণী জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের উপ-পরিচালক তাসনিম আলম বরাবর পাঠানোর নির্দেশ দেওয়া হলো।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সাবরিনাসহ চার জনের ব্যাংক হিসাব ফের তলব

প্রকাশিত : ০৫:২৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০

করোনাভাইরাসের ভুয়া রিপোর্ট সরবরাহে অভিযুক্ত জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীসহ চার জনের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। গত ২১ জুলাই এ সংক্রান্ত একটি চিঠি ব্যাংকগুলোর কাছে পাঠায় সিআইসি। এতে সাত দিনের মধ্যে হিসাব চারটির সব ধরনের আর্থিক বিবরণী চাওয়া হয়েছে।

একইসঙ্গে পূর্বে ছিল কিন্তু বর্তমানে বন্ধ হয়ে গেছে এমন সব ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে। এর আগেও ১২ জুলাই রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের সঙ্গে সাবরিনা শারমিনের ব্যাংক হিসাব তলব করা হয়েছিলো।

চিঠিতে বলা হয়, জোবেদা খাতুন সার্বজনীন স্বাস্থ্য সেবা (জেকেজি হেলথ কেয়ার), ওভাল অ্যাডভার্টাইজিং লিমিটেড, আরিফুল চৌধুরী এবং সাবরিনা শারমিন হোসেনের নামে, তার পরিবারের অন্যান্য সদস্য, স্ত্রী-সন্তানের একক বা যৌথ নামে অথবা তাদের আংশিক মালিকানাধীন যেকোনও প্রতিষ্ঠানের নামে ব্যাংকে যেকোনও মেয়াদি আমানত হিসাব, এফডিআর, সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, সঞ্চয়পত্র, ইনভেস্টমেন্ট স্কিম, শেয়ার হিসাব বা অন্য যেকোনও ধরনের হিসাব পরিচালিত হয়ে থাকলে ২০১৩ সালের জুলাই থেকে হালনাগাদ হিসাব বিবরণী জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের উপ-পরিচালক তাসনিম আলম বরাবর পাঠানোর নির্দেশ দেওয়া হলো।

বিজনেস বাংলাদেশ/বিএইচ