০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

নতুন বছরের ১ম দিনেই মা হলেন সুনিধি

নতুন বছরের শুরুতেই জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সুনিধি চৌহানের কোল জুড়ে আসে তার ছেলে। ১ জানুয়ারি সন্ধ্যায় মুম্বাইয়ের সুরিয়া হাসপাতালে মা হন তিনি।

এ প্রসঙ্গে সুনিধির দায়িত্বে থাকা চিকিৎসক রঞ্জনা ধানু এক বিবৃতিতে জানান, মা ও সন্তান দুজনই সুস্থ আছেন। ১ জানুয়ারি বিকেল ৫টা ২০ মিনিটে ছেলে সন্তানের জন্ম দেন এই গায়িকা। সুনিধি এবং তার স্বামী হিতেশ নতুন অতিথিকে পেয়ে খুবই খুশি।

গত ১৪ আগস্ট নিজের ৩৪তম জন্মদিন উদযাপন করেন সুনিধি। ওইদিনই তার মা হওয়ার খবরটি প্রথম জানা যায়। ওই সময় তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

এর আগে, ২০১২ সালের এপ্রিলে সুরকার হিতেশ সোনিককে বিয়ে করেন সুনিধি চৌহান। এটি সুনিধির দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০২ সালে চিত্রনাট্যকার ও পরিচালক ববি খানের সঙ্গে সুনিধির বিয়ে হয়। তবে ২০০৩ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর হিতেশের সঙ্গে এ গায়িকার বন্ধুত্ব হয় এবং প্রায় দুই বছর প্রেম করার পর বিয়ে করেন সুনিধি-হিতেশ।

নতুন বছরের ১ম দিনেই মা হলেন সুনিধি

প্রকাশিত : ০১:০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮

নতুন বছরের শুরুতেই জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সুনিধি চৌহানের কোল জুড়ে আসে তার ছেলে। ১ জানুয়ারি সন্ধ্যায় মুম্বাইয়ের সুরিয়া হাসপাতালে মা হন তিনি।

এ প্রসঙ্গে সুনিধির দায়িত্বে থাকা চিকিৎসক রঞ্জনা ধানু এক বিবৃতিতে জানান, মা ও সন্তান দুজনই সুস্থ আছেন। ১ জানুয়ারি বিকেল ৫টা ২০ মিনিটে ছেলে সন্তানের জন্ম দেন এই গায়িকা। সুনিধি এবং তার স্বামী হিতেশ নতুন অতিথিকে পেয়ে খুবই খুশি।

গত ১৪ আগস্ট নিজের ৩৪তম জন্মদিন উদযাপন করেন সুনিধি। ওইদিনই তার মা হওয়ার খবরটি প্রথম জানা যায়। ওই সময় তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

এর আগে, ২০১২ সালের এপ্রিলে সুরকার হিতেশ সোনিককে বিয়ে করেন সুনিধি চৌহান। এটি সুনিধির দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০২ সালে চিত্রনাট্যকার ও পরিচালক ববি খানের সঙ্গে সুনিধির বিয়ে হয়। তবে ২০০৩ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর হিতেশের সঙ্গে এ গায়িকার বন্ধুত্ব হয় এবং প্রায় দুই বছর প্রেম করার পর বিয়ে করেন সুনিধি-হিতেশ।