০৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

‘কবর’ চলচ্চিত্র প্রকাশ হলো পল্লীকবির জন্মদিনে

১ জানুয়ারি ছিলো পল্লীকবি জসীম উদদীনের ১১০তম জন্মদিন। তারই লেখা কালজয়ী কবিতা ‘কবর’ অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তার জন্মদিন উপলক্ষে ইউটিউবে অবমুক্ত হলো। এর নামও রাখা হয়েছে ‘কবর’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন নির্মাতা রাশিদ পলাশ। পূণ্য ফিল্মসের ব্যানারে নির্মিত এ স্বল্পদৈর্ঘ্যটিতে দাদু চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান। কবিতায় দেখা যায় এক বৃদ্ধ দাদু তার নাতির কাছে জীবনের গল্প বলে যাচ্ছেন আবেগ আর স্মৃতির সমুদ্র পাড়ি দিয়ে। সেই নাতির চরিত্রে অভিনয় করেছেন মাহি বি। দাদুর যুবতী স্ত্রীর চরিত্রে দেখা গেছে নওশাবাকে। ছেলে চরিত্রে আছেন শিমুল খান ও ছেলের বউ হয়ে হাজির হয়েছেন চিত্রনায়িকা চম্পা। দাদুর বোন যে চরিত্রটি ক্বিতায় এসেছে বুজি নামে, সেটিতে অভিনয় করেছেন সাদিয়া রায়হান অভিনয় করেছেন।

পরিচালক জানান, চলচ্চিত্রটি  ধ্রুব টিভি নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এখন পর্যন্ত বেশ ভালো সাড়া পাচ্ছেন স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনা করে।

গত বছরের ৭-৯ আগস্ট মানিকগঞ্জ ও পুবাইলের বিভিন্ন স্থানে এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির দৃশ্যধারণের কাজ শেষ হয়।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

‘কবর’ চলচ্চিত্র প্রকাশ হলো পল্লীকবির জন্মদিনে

প্রকাশিত : ০১:৪২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮

১ জানুয়ারি ছিলো পল্লীকবি জসীম উদদীনের ১১০তম জন্মদিন। তারই লেখা কালজয়ী কবিতা ‘কবর’ অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তার জন্মদিন উপলক্ষে ইউটিউবে অবমুক্ত হলো। এর নামও রাখা হয়েছে ‘কবর’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন নির্মাতা রাশিদ পলাশ। পূণ্য ফিল্মসের ব্যানারে নির্মিত এ স্বল্পদৈর্ঘ্যটিতে দাদু চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান। কবিতায় দেখা যায় এক বৃদ্ধ দাদু তার নাতির কাছে জীবনের গল্প বলে যাচ্ছেন আবেগ আর স্মৃতির সমুদ্র পাড়ি দিয়ে। সেই নাতির চরিত্রে অভিনয় করেছেন মাহি বি। দাদুর যুবতী স্ত্রীর চরিত্রে দেখা গেছে নওশাবাকে। ছেলে চরিত্রে আছেন শিমুল খান ও ছেলের বউ হয়ে হাজির হয়েছেন চিত্রনায়িকা চম্পা। দাদুর বোন যে চরিত্রটি ক্বিতায় এসেছে বুজি নামে, সেটিতে অভিনয় করেছেন সাদিয়া রায়হান অভিনয় করেছেন।

পরিচালক জানান, চলচ্চিত্রটি  ধ্রুব টিভি নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এখন পর্যন্ত বেশ ভালো সাড়া পাচ্ছেন স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনা করে।

গত বছরের ৭-৯ আগস্ট মানিকগঞ্জ ও পুবাইলের বিভিন্ন স্থানে এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির দৃশ্যধারণের কাজ শেষ হয়।