০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

করোনাভাইরাস; ময়মনসিংহে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে চেয়ারম্যানসহ দুইজনের মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এক ইউপি চেয়ারম্যান জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের মত করোনা উপসর্গ নিয়ে মৃৃৃত্যুবরণ করেন। নিহত আশরাফুজ্জামান সরকার (৫৫) উপজেলার ৪ নং বালিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডাক্তার জাকিউল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আশরাফুজ্জামান সরকার বেশ কয়েকদিন যাবত জ্বর, সর্দি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। শনিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে স্বপন কুমার চক্রবর্তী নামে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগষ্ট) দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে নগরীর বাঘমারা এলাকার বাসিন্দা স্বপন কুমার চক্রবর্তী গত বৃহস্পতিবার করোনা পজিটিভ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়।

সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম জানান, ল্যাবে নতুন করে ১৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশন ও সদরের ২২ জনের করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় ২ হাজার ৮৯২ জন করোনায় আক্রান্ত হয়েছে, সুস্থ হয়েছেন ২ হাজার ৪৫৭ জন এবং মোট ২৯ জনের মৃত্যু হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

করোনাভাইরাস; ময়মনসিংহে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে চেয়ারম্যানসহ দুইজনের মৃত্যু

প্রকাশিত : ০৩:৩৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এক ইউপি চেয়ারম্যান জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের মত করোনা উপসর্গ নিয়ে মৃৃৃত্যুবরণ করেন। নিহত আশরাফুজ্জামান সরকার (৫৫) উপজেলার ৪ নং বালিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডাক্তার জাকিউল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আশরাফুজ্জামান সরকার বেশ কয়েকদিন যাবত জ্বর, সর্দি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। শনিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে স্বপন কুমার চক্রবর্তী নামে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগষ্ট) দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে নগরীর বাঘমারা এলাকার বাসিন্দা স্বপন কুমার চক্রবর্তী গত বৃহস্পতিবার করোনা পজিটিভ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়।

সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম জানান, ল্যাবে নতুন করে ১৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশন ও সদরের ২২ জনের করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় ২ হাজার ৮৯২ জন করোনায় আক্রান্ত হয়েছে, সুস্থ হয়েছেন ২ হাজার ৪৫৭ জন এবং মোট ২৯ জনের মৃত্যু হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ