শিষ্টের পালন ও দুষ্টের দমনে ব্রতী নিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে অবতার রূপে আবির্ভাব হয় ভগবান শ্রী কৃষ্ণের। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তার আবির্ভাব উপলক্ষে কৃষ্ণ ভক্তরা এই দিনে ব্রতী পালন করে পূজা করেন।
সেই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাঅষ্টমী পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।এদিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে সকাল ১১ টায় পূজা অনুষ্ঠিত হয়।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন।
অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। তবে মহামারি করোনাভাইরাসের কারণে বশেমুরবিপ্রবিতে এ বছর জন্মাষ্টমী সীমিত পরিসরে উদযাপিত হয়েছে।
হয়নি জন্মাষ্টমীর শোভাযাত্রা, মিছিল ও সমাবেশ। তবে স্বাস্থ্যবিধি মেনে মন্দির প্রাঙ্গণে কৃষ্ণপূজাসহ অন্য সব আচারবিধি পালন করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মালম্বীর শিক্ষার্থীরা।
এ সময় মন্দির প্রাঙ্গণে গীতাযজ্ঞ, কীর্তন, আরতি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা প্রভৃতি হয়েছে। এ বিষয়ে বশেমুরবিপ্রবি সনাতন সংঘের সাধারণ সম্পাদক প্রীতিষ বিশ্বাস বলেন, স্বাস্থ্য বিধি মেনে সকাল ১১ টায় পূজা অনুষ্ঠিত হয়।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এর জন্মতিথি উপলক্ষে আমাদের প্রার্থনা ছিলো পৃথিবীর সকল মানুষ বৈশ্বিক মহামারী করোনা থেকে সকলে মুক্ত হোক,আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক।
এসময় উপস্থিত ছিলেন সনাতন সংঘের সভপতি শ্রী ড.নিশীথ কুমার পাল স্যার এবং সাবেক সভপতি শ্রী তাপস বালা স্যার। সাধারণ সম্পাদক প্রীতিশ বিশ্বাস।
বিজনেস বাংলাদেশ / আতিক