আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনে ভোটের দিন ঠিক করেছে ইলেকশন কমিশন (ইসি)। সেইসাথে একই দিন ঢাকার দুই সিটিতে যুক্ত হওয়া নতুন ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদেও নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের এই পদটি আনিসুল হকের মৃত্যুতে শূন্য হয়।
আজ (বৃহস্পতিবার) বিকেলে বৈঠক শেষে ভোটের তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এর আগে গেজেটে ১ ডিসেম্বর থেকেই মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়।
নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা তাদের প্রস্তুতি শুরু করেছেন আগেই। আওয়ামী লীগ থেকে সংকেত পেয়ে ভোটের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম। তিনি গত শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকও করে এসেছেন। বৈঠক শেষে তিনি জানান, প্রধানমন্ত্রী তাকে কাজ চালিয়ে যেতে বলেছেন।

























