১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

মুখের যত্নে এলোভেরা জেল

বহু গুণে গুণান্বিত উদ্ভিদ এলোভেরা। গ্রাম বাংলায় এটি পরিচিত ঘৃতকুমারী নামে। বহুজীবী ভেষজ এই উদ্ভিদের জেলে রয়েছে বিশটি অ্যামিনো অ্যাসিড ও নানান ধরণের ভিটামিন। এই জেল সংগ্রহ করে টিউবে ভরে সংরক্ষণ করতে পারবেন অনেকদিন পর্যন্ত। এবার জেনে নিন এর অসাধারণ গুণাবলীঃ

* এলোভেরার জেল মেছতা দূর করে। আঙ্গুলের ডগায় খানিকটা জেল নিয়ে দাগের উপর ধীরে ধীরে ম্যাসাজ করুন। সারা রাত লাগিয়ে রেখে পরদিন সকালে ধুয়ে ফেলুন। এভাবে কয়েক সপ্তাহ লাগালে মেছতার দাগ কমে যাবে। এছাড়া এলোভেরা, মধু ও শসা একসঙ্গে মিশিয়ে পেস্ট করে মুখে লাগালে মেছতা দূর হওয়ার পাশাপাশি সতেজ হয়ে উঠবে ত্বক। এলোভেরা ও গাজর সেদ্ধ পেস্ট করে লাগালেও উপকার পাবেন।

* সানবার্ন থেকে রেহাই পেতে এলোভেরা লোশন হতে পারে উপকারী। সবচেয়ে ভালো হয় এলোভেরা জেল সরাসরি ত্বকে লাগাতে পারলে। রোদে পোড়ার তামাটে রঙ দূর হয়ে যাবে দ্রুত।

* বাইরে থেকে এসে মুখ ঠাণ্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন। এরপর ম্যাসাজ ক্রিম দিয়ে হালকা হাতে কিছুক্ষণ ম্যাসাজ করুন। এবার স্ক্রাব দিয়ে ত্বকের ওপর জমে থাকা মরা কোষ ও ময়লা পরিষ্কার করে মুখ ভালো করে মুছে এলোভেরা প্যাক লাগান। নিমিষেই স্নিগ্ধ হয়ে যাবে ত্বক।

* ত্বক সতেজ রাখার জন্য নিয়মিত এলোভেরার প্যাক লাগাতে পারেন। দুই চামচ এলোভেরার রসের সঙ্গে একটি ডিমের সাদা অংশ এবং এক চামচ লেবুর রস মিশিয়ে ভালভাবে প্যাক তৈরি করুন। পুরো মুখে লাগান, শুকিয়ে এলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

* মুখের ত্বকে প্রতিদিন দুইবার এলোভেরা লাগালে কয়েক সপ্তাহের মধ্যে উজ্জ্বল হয়ে উঠবে ত্বক। গোলাপ জল ও এলোভেরা একসঙ্গে মিশিয়ে মুখে লাগালেও ত্বকের ঔজ্জ্বল্য বাড়বে।

* ত্বকের বলিরেখা দূর করার জন্য এলোভেরার রস উপকারী। এজন্য শুকনা কমলালেবুর খোসার গুঁড়া, চালের গুঁড়া, মধু ও তুলসী পাতার মিশ্রণের সঙ্গে এলোভেরা মিশিয়ে প্যাক তৈরি করুন। ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানির ঝাপটায় ধুয়ে ফেলুন।

* কনুই বা হাঁটুর কালো দাগ দূর করতে এলোভেরার পাতার রস নারকেল তেলের মধ্যে মিশিয়ে লাগান।

* ব্রণের দাগ দূর করার জন্য এলোভেরা খুবই কার্যকরী। এলোভেরার রসের সঙ্গে মুলতানি মাটি ও চন্দন পাউডার মিশিয়ে মুখে লাগান। ব্রণের দাগ চলে যাবে।

* স্ক্রাব হিসেবও এলোভেরা ব্যবহার্য। বিশেষ করে শুষ্ক ত্বকের জন্য এটি খুবই কার্যকরী। এলোভেরার সঙ্গে দুধ, মসুর ডালের গুঁড়া, তুলসী পাতা, চন্দন ও গোলাপ পাপড়ি মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি দিয়ে ঘষে ঘষে ত্বক পরিষ্কার করুন। এতে মরা কোষ উঠে ত্বক স্নিগ্ধ হয়ে উঠবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলকে সতর্ক করল হোয়াইট হাউজ

মুখের যত্নে এলোভেরা জেল

প্রকাশিত : ০৫:১৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০

বহু গুণে গুণান্বিত উদ্ভিদ এলোভেরা। গ্রাম বাংলায় এটি পরিচিত ঘৃতকুমারী নামে। বহুজীবী ভেষজ এই উদ্ভিদের জেলে রয়েছে বিশটি অ্যামিনো অ্যাসিড ও নানান ধরণের ভিটামিন। এই জেল সংগ্রহ করে টিউবে ভরে সংরক্ষণ করতে পারবেন অনেকদিন পর্যন্ত। এবার জেনে নিন এর অসাধারণ গুণাবলীঃ

* এলোভেরার জেল মেছতা দূর করে। আঙ্গুলের ডগায় খানিকটা জেল নিয়ে দাগের উপর ধীরে ধীরে ম্যাসাজ করুন। সারা রাত লাগিয়ে রেখে পরদিন সকালে ধুয়ে ফেলুন। এভাবে কয়েক সপ্তাহ লাগালে মেছতার দাগ কমে যাবে। এছাড়া এলোভেরা, মধু ও শসা একসঙ্গে মিশিয়ে পেস্ট করে মুখে লাগালে মেছতা দূর হওয়ার পাশাপাশি সতেজ হয়ে উঠবে ত্বক। এলোভেরা ও গাজর সেদ্ধ পেস্ট করে লাগালেও উপকার পাবেন।

* সানবার্ন থেকে রেহাই পেতে এলোভেরা লোশন হতে পারে উপকারী। সবচেয়ে ভালো হয় এলোভেরা জেল সরাসরি ত্বকে লাগাতে পারলে। রোদে পোড়ার তামাটে রঙ দূর হয়ে যাবে দ্রুত।

* বাইরে থেকে এসে মুখ ঠাণ্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন। এরপর ম্যাসাজ ক্রিম দিয়ে হালকা হাতে কিছুক্ষণ ম্যাসাজ করুন। এবার স্ক্রাব দিয়ে ত্বকের ওপর জমে থাকা মরা কোষ ও ময়লা পরিষ্কার করে মুখ ভালো করে মুছে এলোভেরা প্যাক লাগান। নিমিষেই স্নিগ্ধ হয়ে যাবে ত্বক।

* ত্বক সতেজ রাখার জন্য নিয়মিত এলোভেরার প্যাক লাগাতে পারেন। দুই চামচ এলোভেরার রসের সঙ্গে একটি ডিমের সাদা অংশ এবং এক চামচ লেবুর রস মিশিয়ে ভালভাবে প্যাক তৈরি করুন। পুরো মুখে লাগান, শুকিয়ে এলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

* মুখের ত্বকে প্রতিদিন দুইবার এলোভেরা লাগালে কয়েক সপ্তাহের মধ্যে উজ্জ্বল হয়ে উঠবে ত্বক। গোলাপ জল ও এলোভেরা একসঙ্গে মিশিয়ে মুখে লাগালেও ত্বকের ঔজ্জ্বল্য বাড়বে।

* ত্বকের বলিরেখা দূর করার জন্য এলোভেরার রস উপকারী। এজন্য শুকনা কমলালেবুর খোসার গুঁড়া, চালের গুঁড়া, মধু ও তুলসী পাতার মিশ্রণের সঙ্গে এলোভেরা মিশিয়ে প্যাক তৈরি করুন। ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানির ঝাপটায় ধুয়ে ফেলুন।

* কনুই বা হাঁটুর কালো দাগ দূর করতে এলোভেরার পাতার রস নারকেল তেলের মধ্যে মিশিয়ে লাগান।

* ব্রণের দাগ দূর করার জন্য এলোভেরা খুবই কার্যকরী। এলোভেরার রসের সঙ্গে মুলতানি মাটি ও চন্দন পাউডার মিশিয়ে মুখে লাগান। ব্রণের দাগ চলে যাবে।

* স্ক্রাব হিসেবও এলোভেরা ব্যবহার্য। বিশেষ করে শুষ্ক ত্বকের জন্য এটি খুবই কার্যকরী। এলোভেরার সঙ্গে দুধ, মসুর ডালের গুঁড়া, তুলসী পাতা, চন্দন ও গোলাপ পাপড়ি মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি দিয়ে ঘষে ঘষে ত্বক পরিষ্কার করুন। এতে মরা কোষ উঠে ত্বক স্নিগ্ধ হয়ে উঠবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর