০৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

৬ লাখে দুই খানের সমঝোতা!

দিলরুবা খান- দিলরুবা খান

‘পাসওয়ার্ড’ ছবিতে অনুমতিবিহীন ‘পাগল মন’ গানটি ব্যবহার করায় ক্ষুব্ধ এর গায়িকা দিলরুবা খান দ্বারস্থ হয়েছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে। কপিরাইট আইন ভঙ্গ করার দায়ে শাকিব খান এবং একটি মোবাইল অপারেটর কোম্পানির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করেন শিল্পী, গীতিকার ও সুরকারের পক্ষে আইনজীবী ওলোরা আফরিন।

শিল্পী দিলরুবা খান, গীতিকার কায়সার আহমেদ ও সুরকার আশরাফ উদাস ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশও পাঠান শাকিব খানের কাছে। চলতি বছর ফেব্রুয়ারিতে শাকিব খান নিজে আইনজীবী ওলোরার অফিসে সমঝোতার জন্য বসেছিলেন একবার। ওই সময় বিষয়টি দুই লাখ টাকায় সুরাহা করতে চেয়েছিলেন সুপারস্টার শাকিব খান। তবে গানের মালিকরা তা মেনে না নেওয়ায়, অবশেষে সেটা ৬ লাখে সমাধান হয়েছে বলে নিশ্চিত করেছে একটি বিশ্বস্ত সূত্র। তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ গানের শিল্পী দিলরুবা খান। শাকিবের পক্ষ থেকেও মুখে কুলুপ এঁটেছেন সবাই।

দিলরুবা খান বলেন, ‘গান নিয়ে আমাদের যে দ্বন্দ্ব ছিল তা অবসান হয়েছে। তবে সেটি কত টাকায় হয়েছে, তা বলা যাবে না। ৬ লাখও হতে পারে আবার ৬০ লাখও হতে পারে। আমাদের সমঝোতার মূল শর্তই হলো গানের সম্মানীর বিষয়ে আমরা মিডিয়া বা কারও সঙ্গে কথা বলব না।’

বিষয়টি নিয়ে ‘পাসওয়ার্ড’র অন্যতম প্রযোজক মো. ইকবালের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘বিষয়টির বিস্তারিত আমি জানি না। তবে যতটুকু শুনেছি, বিষয়টি সুরাহা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আসলে ভুল-বোঝাবুঝি হয়েছে। আমরা শুরুতে গানটির জন্য ক্যাসেট কোম্পানির কাছ থেকে অনুমতি নিয়েছিলাম। তখন বুঝতে পারিনি শিল্পী, গীতিকার আর সুরকারের কাছ থেকেও অনুমতি নিতে হবে।’

জানা গেছে, কোরবানির ঈদের আগের দিন ৩১ জুলাই উভয়পক্ষ বসে বিষয়টি সমাধান করেন। অবশ্য সমঝোতার দিন ছবির প্রযোজক-নায়ক শাকিব উপস্থিত ছিলেন না। পাঠিয়েছিলেন তিনজন প্রতিনিধি। অপর দিকে গানের পক্ষে এর গীতিকার, সুরকার, গায়িকা ও তাদের আইনজীবী উপস্থিত ছিলেন। সেদিনই ৬ লাখ টাকায় এটি মীমাংসা করা হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ক্ষুদে মেসির  দায়িত্ব নিলেন তারেক রহমান

৬ লাখে দুই খানের সমঝোতা!

প্রকাশিত : ০৫:১৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০

‘পাসওয়ার্ড’ ছবিতে অনুমতিবিহীন ‘পাগল মন’ গানটি ব্যবহার করায় ক্ষুব্ধ এর গায়িকা দিলরুবা খান দ্বারস্থ হয়েছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে। কপিরাইট আইন ভঙ্গ করার দায়ে শাকিব খান এবং একটি মোবাইল অপারেটর কোম্পানির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করেন শিল্পী, গীতিকার ও সুরকারের পক্ষে আইনজীবী ওলোরা আফরিন।

শিল্পী দিলরুবা খান, গীতিকার কায়সার আহমেদ ও সুরকার আশরাফ উদাস ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশও পাঠান শাকিব খানের কাছে। চলতি বছর ফেব্রুয়ারিতে শাকিব খান নিজে আইনজীবী ওলোরার অফিসে সমঝোতার জন্য বসেছিলেন একবার। ওই সময় বিষয়টি দুই লাখ টাকায় সুরাহা করতে চেয়েছিলেন সুপারস্টার শাকিব খান। তবে গানের মালিকরা তা মেনে না নেওয়ায়, অবশেষে সেটা ৬ লাখে সমাধান হয়েছে বলে নিশ্চিত করেছে একটি বিশ্বস্ত সূত্র। তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ গানের শিল্পী দিলরুবা খান। শাকিবের পক্ষ থেকেও মুখে কুলুপ এঁটেছেন সবাই।

দিলরুবা খান বলেন, ‘গান নিয়ে আমাদের যে দ্বন্দ্ব ছিল তা অবসান হয়েছে। তবে সেটি কত টাকায় হয়েছে, তা বলা যাবে না। ৬ লাখও হতে পারে আবার ৬০ লাখও হতে পারে। আমাদের সমঝোতার মূল শর্তই হলো গানের সম্মানীর বিষয়ে আমরা মিডিয়া বা কারও সঙ্গে কথা বলব না।’

বিষয়টি নিয়ে ‘পাসওয়ার্ড’র অন্যতম প্রযোজক মো. ইকবালের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘বিষয়টির বিস্তারিত আমি জানি না। তবে যতটুকু শুনেছি, বিষয়টি সুরাহা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আসলে ভুল-বোঝাবুঝি হয়েছে। আমরা শুরুতে গানটির জন্য ক্যাসেট কোম্পানির কাছ থেকে অনুমতি নিয়েছিলাম। তখন বুঝতে পারিনি শিল্পী, গীতিকার আর সুরকারের কাছ থেকেও অনুমতি নিতে হবে।’

জানা গেছে, কোরবানির ঈদের আগের দিন ৩১ জুলাই উভয়পক্ষ বসে বিষয়টি সমাধান করেন। অবশ্য সমঝোতার দিন ছবির প্রযোজক-নায়ক শাকিব উপস্থিত ছিলেন না। পাঠিয়েছিলেন তিনজন প্রতিনিধি। অপর দিকে গানের পক্ষে এর গীতিকার, সুরকার, গায়িকা ও তাদের আইনজীবী উপস্থিত ছিলেন। সেদিনই ৬ লাখ টাকায় এটি মীমাংসা করা হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ