০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

হাবিপ্রবিতে ‘গল্প দর্পনে করোনা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোটার্যাক্ট ক্লাব অফ এইচএসটিইউ এর আয়োজনে গল্প লেখা প্রতিযোগিতা ”গল্প দর্পণে করোনা” আয়োজিত।

গত ২৪/০৭/২০ হতে ১০/০৮/২০ তারিখ পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । উক্ত প্রতিযোগিতায় মোট ৪৬ জন প্রতিযোগী অংশগ্রহন করে।

সন্মানিত বিচারক মন্ডলী সেরা পাঁচ জন কে পুরস্কৃত করেন তারা যথাক্রমে সমাজবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান জেনিস, ব্যবসায়িক শিক্ষা অনুষদের সাজু আহমেদ সাজ, শামীমা আক্তার, একাউন্টিং বিভাগের মিহির চক্রবর্তী, ইংরেজি বিভাগের ইসমত জাহান লিমা।

এ নিয়ে রোটার‌্যাক্ট ক্লাব অব এইচএসটিইউ সেক্রেটারি মো.রাকিবুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান “ক্যাম্পাস বন্ধের অবসর সময়ে লেখার হাতকে পাকাপোক্ত করতে রোটার্যাক্ট ক্লাব অফ এইচএসটিইউ উক্ত প্রতিযোগিতার আয়োজন করে। গতকাল চূড়ান্ত ফলাফল ঘোষনার মাধ্যমে লেখকদের প্রতীক্ষার পালা শেষ হল।” তিনি আরও বলেন, তরুন লেখকদের কাছে থেকে আমরা অনেক সুন্দর সুন্দর লেখা পেয়েছি।আশা করি আগামীতে এদের মাঝে থেকেই উদীয়মান লেখক বের হয়ে আসবে।”

প্রথম স্থান অধিকারকারী মেহেদী হাসান জেনিস বলেন ” নিয়মিত বই পড়ার সুবাদে লেখালেখির প্রতি আগ্রহ ছিল অনেক, আগ্রহের প্রতিফলনের সুযোগ দেওয়ায় রোটার্যাক্ট ক্লাব অফ এইচএসটিইউকে ধন্যবাদ। লেখায় প্রথম পুরষ্কারটি পেয়ে আমি আনন্দিত।”

দ্বিতীয় বিজয়ী সাজু আহমেদ সাজ কথা হলে তিনি জানান, “আমি নিয়মিত কবিতা লিখি তবে গল্প কবিতার মতো প্রতিদিন লেখা হতো না।করোনায় সবার মতো আমার জীবন ঘরবন্দী ছিল। ক্লাবের মহৎ উদ্দোগকে অনুভূমিক কোন শব্দ দিয়ে প্রকাশ করতে পারবো না।অবসর সময়কে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটনার অন্যতম মাধ্যম লেখালেখি। ”

বিজনেস বাংলাদেশ/ এ আর

হাবিপ্রবিতে ‘গল্প দর্পনে করোনা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৪:০২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোটার্যাক্ট ক্লাব অফ এইচএসটিইউ এর আয়োজনে গল্প লেখা প্রতিযোগিতা ”গল্প দর্পণে করোনা” আয়োজিত।

গত ২৪/০৭/২০ হতে ১০/০৮/২০ তারিখ পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । উক্ত প্রতিযোগিতায় মোট ৪৬ জন প্রতিযোগী অংশগ্রহন করে।

সন্মানিত বিচারক মন্ডলী সেরা পাঁচ জন কে পুরস্কৃত করেন তারা যথাক্রমে সমাজবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান জেনিস, ব্যবসায়িক শিক্ষা অনুষদের সাজু আহমেদ সাজ, শামীমা আক্তার, একাউন্টিং বিভাগের মিহির চক্রবর্তী, ইংরেজি বিভাগের ইসমত জাহান লিমা।

এ নিয়ে রোটার‌্যাক্ট ক্লাব অব এইচএসটিইউ সেক্রেটারি মো.রাকিবুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান “ক্যাম্পাস বন্ধের অবসর সময়ে লেখার হাতকে পাকাপোক্ত করতে রোটার্যাক্ট ক্লাব অফ এইচএসটিইউ উক্ত প্রতিযোগিতার আয়োজন করে। গতকাল চূড়ান্ত ফলাফল ঘোষনার মাধ্যমে লেখকদের প্রতীক্ষার পালা শেষ হল।” তিনি আরও বলেন, তরুন লেখকদের কাছে থেকে আমরা অনেক সুন্দর সুন্দর লেখা পেয়েছি।আশা করি আগামীতে এদের মাঝে থেকেই উদীয়মান লেখক বের হয়ে আসবে।”

প্রথম স্থান অধিকারকারী মেহেদী হাসান জেনিস বলেন ” নিয়মিত বই পড়ার সুবাদে লেখালেখির প্রতি আগ্রহ ছিল অনেক, আগ্রহের প্রতিফলনের সুযোগ দেওয়ায় রোটার্যাক্ট ক্লাব অফ এইচএসটিইউকে ধন্যবাদ। লেখায় প্রথম পুরষ্কারটি পেয়ে আমি আনন্দিত।”

দ্বিতীয় বিজয়ী সাজু আহমেদ সাজ কথা হলে তিনি জানান, “আমি নিয়মিত কবিতা লিখি তবে গল্প কবিতার মতো প্রতিদিন লেখা হতো না।করোনায় সবার মতো আমার জীবন ঘরবন্দী ছিল। ক্লাবের মহৎ উদ্দোগকে অনুভূমিক কোন শব্দ দিয়ে প্রকাশ করতে পারবো না।অবসর সময়কে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটনার অন্যতম মাধ্যম লেখালেখি। ”

বিজনেস বাংলাদেশ/ এ আর