০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোররাত ৪টা থেকে এ যানজট শুরু হয়ে যা এখন পর্যন্ত চলছে। সকালে দাউদকান্দি টোল প্লাজা থেকে আমিরাবাদ পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা যায়।

চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের এক বাসচালক বশির মিয়া জানান, দাউদকান্দির আমিরাবাদে সকাল ৮টায় যানজটে আটকা পড়ে ১০ কিলোমিটার পথ পার হতে তিন ঘণ্টা লেগেছে।

যানজটে আটকা পড়ে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। নাসির উদ্দীন নামের এক যাত্রী ঢাকা থেকে ফেনী যাচ্ছেন। তিনি বলেন, ‘চাঁদপুর থেকে বাসে উঠে দাউদকান্দি পর্যন্ত যানজটের কারণে এক ঘণ্টার পথ অতিক্রম করতে দুই ঘণ্টা লেগেছে। কখন যানজট কাটবে বুঝতে পারছি না।’

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কুমিল্লা হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর জিয়া আলম বলেন, ‘মেঘনা গোমতী সেতুর টোল প্লাজার ওজন পরিমাপক যন্ত্রে ধীর গতি, মেঘনা গোমতি সেতু এলাকার নদীবন্দরে বালুবাহী ট্রাকের উল্টো পথে চলাচল, মালবাহী কাভার্ড ভ্যান নিজের ইচ্ছেমতো চলাচলের কারণে এ যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে কুমিল্লা হাইওয়ে পুলিশ চেষ্টা চালাচ্ছে।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজট

প্রকাশিত : ০১:২৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোররাত ৪টা থেকে এ যানজট শুরু হয়ে যা এখন পর্যন্ত চলছে। সকালে দাউদকান্দি টোল প্লাজা থেকে আমিরাবাদ পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা যায়।

চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের এক বাসচালক বশির মিয়া জানান, দাউদকান্দির আমিরাবাদে সকাল ৮টায় যানজটে আটকা পড়ে ১০ কিলোমিটার পথ পার হতে তিন ঘণ্টা লেগেছে।

যানজটে আটকা পড়ে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। নাসির উদ্দীন নামের এক যাত্রী ঢাকা থেকে ফেনী যাচ্ছেন। তিনি বলেন, ‘চাঁদপুর থেকে বাসে উঠে দাউদকান্দি পর্যন্ত যানজটের কারণে এক ঘণ্টার পথ অতিক্রম করতে দুই ঘণ্টা লেগেছে। কখন যানজট কাটবে বুঝতে পারছি না।’

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কুমিল্লা হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর জিয়া আলম বলেন, ‘মেঘনা গোমতী সেতুর টোল প্লাজার ওজন পরিমাপক যন্ত্রে ধীর গতি, মেঘনা গোমতি সেতু এলাকার নদীবন্দরে বালুবাহী ট্রাকের উল্টো পথে চলাচল, মালবাহী কাভার্ড ভ্যান নিজের ইচ্ছেমতো চলাচলের কারণে এ যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে কুমিল্লা হাইওয়ে পুলিশ চেষ্টা চালাচ্ছে।’