প্রিয়াঙ্কা চোপড়ার পছন্দের মানুষটি কে? বলিউডের ‘দেশি গার্ল’ নিজের মুখে তাঁর পছন্দের মানুষের কথা জানিয়েছেন। আর তা শুনে অবাক হওয়ার মত পালা ।
শিগগিরই টেলিভিশন রিয়্যালিটি শো ‘ইন্ডিয়াজ নেক্সট সুপারস্টার’-এ বিচারকের আসনে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। এই শোয়ের শুটিং চলাকালীন সাবেক বিশ্বসুন্দরী তাঁর নিজের ব্যাপারে একটি অবাক করা বিষয় খোলা মনে জানিয়েছেন। প্রিয়াঙ্কা জানিয়েছেন, ইনস্টাগ্রামে যাঁরা তাঁকে অনুসরণ করেন, সেসব মানুষ তাঁর বিশেষ পছন্দের। শোটির শুটিংয়ের সময় একজন প্রতিযোগী এই বলিউড তথা হলিউড সুন্দরীকে বলেন যে তিনি রোজ ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কার পিছু নেন। আর তা শুনে খুশিতে ডগমগিয়ে ওঠেন এই বলিউড সুন্দরী। সেই প্রতিযোগীকে বলেন, ‘আমি অত্যন্ত খুশি যে আপনি আমার ব্যাপারে অনেক কিছু জানেন। আমার খুব ভালো লাগে যখন মানুষ ইনস্টাগ্রামে আমার পিছু নেয়। সেসব মানুষকে আমি বিশেষ পছন্দ করি। আমি নিজে দেখি ইনস্টাগ্রামে কতজন আমার গল্প এবং পোস্ট দেখেছেন।’
সম্প্রতি এক অনুষ্ঠানে প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘আজ আমি যে জায়গায় পৌঁছাতে পেরেছি, তার জন্য কঠিন পরিশ্রম করতে হয়েছে। আমি সোনার চামচ মুখে দিয়ে জন্মাইনি। আমাকে সবকিছু পরিশ্রমের বিনিময়ে অর্জন করতে হয়েছে। তাই আজ আমার এই সফলতার হকদার আমি।’
বলিউডের এই নায়িকা এখন হলিউড ও বলিউডে সমানতালে কাজ করে যাচ্ছেন। গত বছরের শেষের দিকে তাঁর অর্জনের ঝুলিতে যুক্ত হয়েছে আরও নতুন চমক। কিছুদিন আগে সামাজিক কাজে দৃষ্টান্তমূলক অবদানের জন্য প্রিয়াঙ্কা পেয়েছেন মাদার তেরেসা স্মৃতি পুরস্কার। ভারতে ছুটি কাটাতে এসে জি সিনে অ্যাওয়ার্ডসে পারফর্ম করে ৫ মিনিটের পারফরম্যান্সের জন্য নাকি তিনি ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। এদিকে ২০১৭ সালে বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় রয়েছে প্রিয়াঙ্কার নাম। এ ছাড়া গত বছরের একদম শেষ প্রান্তে এসে ভারতের উত্তর প্রদেশে অবস্থিত বরেলি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রিয়াঙ্কাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়। এবার প্রিয়াঙ্কার এ বছরের সাফল্য বিগত বছরগুলোকেও ছাড়িয়ে যায় কি না সেটা দেখার অপেক্ষায়।

























