সিরাজগঞ্জে সম্প্রতি যমুনা নদীর ভাঙ্গনে বসতবাড়ি হারানো ৩ শতাধিক পরিবারের পাশে দাড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন। ক্ষতিগ্রস্থদের মাঝে তাঁরা দুই দফায় খাদ্য সামগ্রী বিতরণ, টিউবওয়েল ও টয়লেট স্থাপন করেছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিজনেস বাংলাদেশকে এসব কথা জানান সংগঠনটির পরিচালক ডা: নাজমুল ইসলাম। বিশিষ্ট চিকিৎসক ডা. জাকারিয়া বিন হামিদ (বর্তমানে করোনা পজিটিভ) সহ বেশকিছু চিকিৎসকদের অর্থায়নে এ কার্যক্রম সম্পন্ন হয়।
জানা যায়, ঈদুল আযহার কয়েকদিন আগে মাত্র দুই ঘন্টার ভাঙ্গনে সিরাজগঞ্জ সদরের পাঁচঠাকুরী গ্রামের ৩ শতাধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। বাড়িঘর হারিয়ে তারা রাস্তায় আশ্রয় নেন। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সেখানে বিশুদ্ধ পানি ও পয়:নিষ্কাশন ব্যবস্থার অভাব প্রকট হয়ে ওঠে। একইসাথে ছড়াতে থাকে বিভিন্ন রোগবালাই।
খবর পেয়ে ডু সামথিং ফাউন্ডেশনের সদস্যরা দুই দফায় পরিবারগুলোকে ৫ কেজি করে চাউল, ১ কেজি করে ডাল, আলু, পেয়াজ, তেল ও সাবান প্রদান করেন। এ ছাড়া বিশুদ্ধ পানি সরবরাহ ও পয়:নিস্কাশনের জন্য বিভিন্ন এলাকায় ৯ টি টিউবওয়েল ও ১ টি টয়লেট স্থাপন করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের পরিচালক।
প্রসঙ্গত, ডু সামথিং ফাউন্ডেশন সাভারের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি সংগঠন। ২০১৬ সাল থেকে মানবতার সেবায় কাজ করা সংগঠনটি করোনার শুরু থেকে ঝুঁকি নিয়ে দেশের ১২ টি জেলায় বিভিন্ন সেবামূলক কাজ করে চলেছে।
যোগাযোগ: ০১৭৩৬ ২৮৬৫৬২
বিজনেস বাংলাদেশ/ এ আর

























