রাজধানীর বিজয় সরণীতে বাসের ধাক্কায় রুপন ডিও (৪৫) নামে এক বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে বিজয় সরণীর মোড়ে এ দুঘর্টনাটি ঘটে।
নিহত রুপন ডিও বিজিবি সদর দপ্তরে মোটর মেকানিক শাখার কাজ করেন। তার পরিচয়পত্র নম্বর ৫৮৩৬৪।
তেজগাঁও থানার এসআই মো. শাহজাহান হাওলাদার জানান, বিহঙ্গ পরিবহনের একটি বাস বিজয় সরণী মোড়ে রুপন ডিওকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা হয়েছে। তার সাথে থাকা পরিচয়পত্র দেখে বিষয়টি বিজিবি সদর দপ্তরে জানানো হয়েছে।

























