রাজধানীর ফার্মগেটে একটি বাসে গ্যাস বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে ফার্মগেট আল রাজি হাসপাতালের সামনে এ দুঘর্টনা ঘটে।
দগ্ধরা হলেন, মেহেদি হাসান, আকাশ, রায়হান, রওশন, রানা, রিফাত, সৌরভ ও কাব্য। তারা সবাই ছাত্রলীগকর্মী বলে জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় অংশ নিতে উত্তরা পশ্চিম এলাকা থেকে রাইদা পরিবহনের একটি বাসে করে ছাত্রলীগ নেতাকর্মীরা শাহবাগ এলাকার দিকে যাচ্ছিল। কিন্তু ফার্মগেট আল রাজি হাসপাতালের সামনে আসা মাত্র বাসে গ্যাসবেলুন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আটজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করে জানান, দগ্ধরা আশঙ্কামুক্ত। সবাইকে চিকিৎসা দেয়া হচ্ছে।

























