শিক্ষামন্ত্রী দিপু মনির নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে বগুড়া সদর থানায় বৃহস্পতিবার রাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। সাধারণ ডায়েরি করেছেন বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাহফুজুল ইসলাম ভুঁইয়া রুমেল।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষামন্ত্রী দিপু মনির নামে মিলি সুলতানা ও জায়মা রহমান নামের ফেসবুক পেজ থেকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। যা একজন সাধারণ নাগরিক হিসাবে তাকে মর্মাহত করেছে। এটা একটি দণ্ডনীয় অপরাধ বলে সাধারণ ডায়েরিকারী মনে করেন।
মিথ্যা অপ-প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সমাজে অস্থিরতা সৃষ্টি হবে। তাই ফেসবুক আইডি ও পেজ এর বিরুদ্ধে তদন্ত করে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেয়ার জন্য তিনি লিখিত অভিযোগ করেন।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক রেজাউল করিম জিডি গ্রহণের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর