১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

১৫ আগস্টের হত্যাকাণ্ডের তদন্তে কমিশন চান আমু

আমির হোসেন আমু

পনের আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে কারা কারা জড়িত, তা বের করতে তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনে শোক দিবসের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।

প্রবীণ এই আওয়ামী লীগ নেতা বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের খুন করে ক্ষান্ত হননি। তারা সারা দেশে খুন, হত্যা রাহাজানির রাজনীতি শুরু করেছিল। তারা খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে বিভিন্ন দেশের দূতাবাসে চাকরি দিয়েছিল, আইন করে বিচারের রাস্তা বন্ধ করেছিল। তাদের খুঁজে বের করতে হবে।

‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যার বিচারের কার্যক্রম শুরু হয়েছিল। তারপরে সম্পূর্ণ বিচারিক কার্যক্রমের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়। কিন্তু হত্যার পেছনের ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন হওয়া প্রয়োজন। বঙ্গবন্ধু হত্যায় কারা কারা জড়িত তা বের করতে তদন্ত কমিশন গঠনের প্রয়োজন’, বলেন আমির হোসেন আমু।

সভাপতির বক্তব্যে মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। তার জন্ম হয়েছিল বলেই আজ আমরা কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলাসহ বড় বড় পদের পরিচয় দিতে পারছি। জাতির পিতার হত্যার পর দীর্ঘ ২১ বছর শুধুই পিছিয়ে পড়া, হত্যা-ক্যু-ষড়যন্ত্রের রাজনীতি, গরীব মানুষকে দেখিয়ে বিদেশ থেকে ভিক্ষা এনে লুটে খাওয়ার দৃশ্য। কিন্তু সেই দৃশ্যকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছেন বঙ্গবন্ধুরই কন্যা শেখ হাসিনা।

করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকর পদক্ষেপের কারণে বিশ্বের শক্তিশালী দেশগুলোর চেয়ে বাংলাদেশ ভালো অবস্থানে আছে বলে জানান তিনি।

মহিউদ্দিন বলেন, ভুলে গেলে চলবে না অতীতে একজন সরকার প্রধানের সিদ্ধান্তহীনতার কারণে শুধু জলোচ্ছ্বাসে ২ লাখের বেশি মানুষ মারা গিয়েছিল। এ সময় করোনা পরিস্থিতিতে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করায় চিকিৎসকদের ধন্যবাদ জানান তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কামরুল হাসান খান বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে বাঁচাতে হবে। এই করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য খাতে অনেক দুর্নীতি উঠে এসেছে। মন্ত্রণালয়কে বিএমএ এর সঙ্গে সমন্বয় করে এই দুর্নীতি মুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

বিএম এর মহাসচিব ইহতেশামুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ডাবলু, বিএমএ সদস্য আবু রায়হানসহ নেতারা বক্তব্য দেন।

জনপ্রিয়

১৫ আগস্টের হত্যাকাণ্ডের তদন্তে কমিশন চান আমু

প্রকাশিত : ০৯:৩৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০

পনের আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে কারা কারা জড়িত, তা বের করতে তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনে শোক দিবসের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।

প্রবীণ এই আওয়ামী লীগ নেতা বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের খুন করে ক্ষান্ত হননি। তারা সারা দেশে খুন, হত্যা রাহাজানির রাজনীতি শুরু করেছিল। তারা খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে বিভিন্ন দেশের দূতাবাসে চাকরি দিয়েছিল, আইন করে বিচারের রাস্তা বন্ধ করেছিল। তাদের খুঁজে বের করতে হবে।

‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যার বিচারের কার্যক্রম শুরু হয়েছিল। তারপরে সম্পূর্ণ বিচারিক কার্যক্রমের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়। কিন্তু হত্যার পেছনের ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন হওয়া প্রয়োজন। বঙ্গবন্ধু হত্যায় কারা কারা জড়িত তা বের করতে তদন্ত কমিশন গঠনের প্রয়োজন’, বলেন আমির হোসেন আমু।

সভাপতির বক্তব্যে মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। তার জন্ম হয়েছিল বলেই আজ আমরা কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলাসহ বড় বড় পদের পরিচয় দিতে পারছি। জাতির পিতার হত্যার পর দীর্ঘ ২১ বছর শুধুই পিছিয়ে পড়া, হত্যা-ক্যু-ষড়যন্ত্রের রাজনীতি, গরীব মানুষকে দেখিয়ে বিদেশ থেকে ভিক্ষা এনে লুটে খাওয়ার দৃশ্য। কিন্তু সেই দৃশ্যকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছেন বঙ্গবন্ধুরই কন্যা শেখ হাসিনা।

করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকর পদক্ষেপের কারণে বিশ্বের শক্তিশালী দেশগুলোর চেয়ে বাংলাদেশ ভালো অবস্থানে আছে বলে জানান তিনি।

মহিউদ্দিন বলেন, ভুলে গেলে চলবে না অতীতে একজন সরকার প্রধানের সিদ্ধান্তহীনতার কারণে শুধু জলোচ্ছ্বাসে ২ লাখের বেশি মানুষ মারা গিয়েছিল। এ সময় করোনা পরিস্থিতিতে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করায় চিকিৎসকদের ধন্যবাদ জানান তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কামরুল হাসান খান বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে বাঁচাতে হবে। এই করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য খাতে অনেক দুর্নীতি উঠে এসেছে। মন্ত্রণালয়কে বিএমএ এর সঙ্গে সমন্বয় করে এই দুর্নীতি মুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

বিএম এর মহাসচিব ইহতেশামুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ডাবলু, বিএমএ সদস্য আবু রায়হানসহ নেতারা বক্তব্য দেন।