সঙ্গীত ও নাট্যাঙ্গনের পর এবার চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা তাহসান খান। ‘যদি একদিন’ শিরোনামের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেতা।
সিনেমাটি পরিচালনা করবেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। গত ৫ নভেম্বর ছবিটির সঙ্গে চুক্তিবদ্ধ হন তাহসান। চলচ্চিত্রে তাহসানের চরিত্রের নাম ফয়সাল।
এ বিষয়ে তাহসান বলেন, সিনেমায় চ্যালেঞ্জটা অনেক বেশি। আমি চাই সিনেমাটি যেন সিনেমাই হয়। এটাই আমার কাছে চ্যালেঞ্জ। আমাদের নাটক থেকে যারা সিনেমায় আসেন তাদের বেশির ভাগ সময় এক ধরনের ক্রিটিসিজম শুনতে হয়। যে সিনেমাটি নাটক হয়ে যাচ্ছে কিনা। পরিচালকের সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে। আমরা পরিপূর্ণ একটি সিনেমা উপহার দিতে চাই।
এই সিনেমার গল্পটি আমাকে কাজটি করতে আগ্রহী করেছে। একজন এন্টারটেইনার হিসেবে বাংলাদেশকে এন্টারটেইন করাই আমার কাজ। তবে সবকিছু নির্ভর করবে কাজটি শেষ হবার পর দর্শকরা কিভাবে গ্রহণ করেন।
সিনেমায় কাজ করার আগে অনুভূতির বিষয়ে তাহসান বলেন, আমার প্রথম গানের অ্যালবাম যখন বের হয়েছিল, প্রথম অভিনীত নাটক যখন টিভি স্ক্রিনে দেখি তখন যে অনুভূতি ছিল- এই সিনেমায় অভিনয় করতে এসে ঠিক তেমনি উত্তেজনা কাজ করছে।

























