বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। বর্তমানে ২০০টি ব্রিটিশ কোম্পানির বিনিয়োগ রয়েছে এ দেশে। তাদের বিনিয়োগের পরিমাণ প্রায় ২ দশমিক ৪৫ বিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশে সক্রিয় প্রতিষ্ঠানগুলো নতুন করে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আরও কিছু ব্রিটিশ কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে। এরই অংশ হিসেবে বিদেশি বিনিয়োগকারীদের কতিপয় সমস্যা সমাধানে সুপারিশ।
অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সূত্রে এমন তথ্য জানা গেছে। সূত্র জানায়, সম্প্রতি ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার বিডা’র নির্বাহী চেয়ারম্যানের নিকট চিঠি লিখে এ বিষয়ে একগুচ্ছ সুপারিশ দিয়েছে। চিঠিটি বিডার নির্বাহী চেয়ারম্যান অর্থ সচিবের নিকট পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।
চিঠিতে ব্রিটিশ হাইকমিশন বিদেশি বিনিয়োগকারীদের কতিপয় সমস্যা সমাধানের প্রতি দৃষ্টি আকর্ষণ করে। এক্ষেত্রে কমিশনের সুপারিশগুলো হচ্ছে- দেশের আর্থিক ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং এডহক পরিবর্তন না করা। ডাবল ট্যাক্সেসন ট্রিটির সুবিধা সহজ ও দ্রুতকরণ, কোম্পানির প্রচারণামূলক কার্যক্রম বাজেট ০.৫ শতাংশে সীমিত রাখার বিধান পর্যালোচনা করা।
এছাড়া যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বন্দরসমূহের সুযোগ-সুবিধা বৃদ্ধি, প্রক্রিয়াগত জটিলতা (ট্যাক্সের ক্ষেত্রে) নিরসন, দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য উদ্দীপনা বা প্রণোদনা প্যাকেজ প্রদান, পাশাপাশি আইনি প্রক্রিয়া দ্রুততরকরণের ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয় চিঠিতে।
ব্রিটিশ হাইকমিশনের চিঠির বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশে যুক্তরাজ্যের যে বিনিয়োগ রয়েছে, সেটি রাখার পাশাপাশি তারা নতুন করে বিনিয়োগ করতে চায়। এজন্য কিছু বিষয়ে তারা দৃষ্টি আকর্ষণ করেছে। বাংলাদেশ সরকারও দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, ব্রিটিশ হাইকমিশন যেসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছে সেগুলো সব বিদেশি বিনিয়োগকারীরই চাওয়া। বিশেষ করে আর্থিক ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং এডহক পরিবর্তন না করার বিষয়টি সবারই চাওয়া। আমরাও সরকারকে বলেছি যে, কোনো আইন যেন হুটহাট পরিবর্তন করা না হয়। কারণ যারা বিনিয়োগ করবে তারা দীর্ঘমেয়াদের ব্যবসার জন্যই বিনিয়োগ করবে।
বিডা’র নির্বাহী চেয়ারম্যান বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য আমরা ইতোমধ্যে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছি। আরও পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন। আশা করি, খুব শিগগিরই বিনিয়োগকারীদের এসব সমস্যা দূর হবে।
বিজনেস বাংলাদেশ / শেখ

























