মুদ্রা পাচারের এক মামলায় আপন জুয়েলার্সের মালিক তিন ভাইকে হাই কোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ আদেশ দেন।
আদালতের এ আদেশের পর গুলজার আহমেদ ও আজাদ আহমদের মুক্তিতে বাধা নেই। তবে আরো দুই মামলায় জামিন না পাওয়ায় দিলদার আহমেদ এখনই মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবিরা।
লেনদেনের বিরুদ্ধে অনুসন্ধান শেষে গত ১২ আগস্ট আপন জুয়েলার্সের মালিক তিন ভাই দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদকে গ্রেফতার করে পপুলিশ। তাদের বিরুদ্ধে অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগে গুলশান, ধানমন্ডি, রমনা ও উত্তরা থানায় পাঁচটি মামলা করা হয়।






















