১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

৬৫০ বাংলাদেশি বন্দীকে ফেরত পাঠাচ্ছে পশ্চিমবঙ্গ

ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন কারাগারে বন্দী রয়েছে হাজারখানেক বাংলাদেশি নাগরিক। এদের মধ্যে বিভিন্ন অপরাধে সাজা শেষ করে কারাগারে বন্দী ৬৫০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাতে দাপ্তরিক প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

মূলত করোনাভাইরাসের কারণে কারাগারে ভিড় কমাতে পশ্চিমবঙ্গ কারেকশনাল সার্ভিস ডিপার্টমেন্টের নেয়া বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে।

শুক্রবার দেশের একটি ইংরেজি দৈনিক পশ্চিমবঙ্গের কারেকশনাল সার্ভিস ডিপার্টমেন্টের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানায়।

ওই কর্মকর্তার ভাষ্য, এ বিষয়ে রাজ্যের স্বরাষ্ট্র বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল প্রক্রিয়া সম্প্রতি শুরু হয়েছে।

তিনি জানান, সাজার মেয়াদ শেষ হওয়া বাংলাদেশি বন্দীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই বন্দীদের বেশিরভাগের কয়েক মাস আগে সাজার মেয়াদ শেষ হয়েছে।

তবে মহামারি ও লকডাউনের কারণে পশ্চিমবঙ্গ কারেকশনাল সার্ভিস ডিপার্টমেন্ট সরকার এই প্রক্রিয়া শুরু করতে পারেনি বলে জানান ওই কর্মকর্তা।

পশ্চিমবঙ্গ কারেকশনাল সার্ভিস ডিপার্টমেন্ট সূত্র বলছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে প্রায় ৯৫০ জন বাংলাদেশি বন্দি আছেন, যাদের মধ্যে ৬৫০ জন তাদের সাজা শেষ করেছেন।

পশ্চিমবঙ্গে প্রায় ৬০টি কারাগার আছে। সেখানে প্রায় ২৫ হাজার বন্দী আছেন, যাদের মধ্যে প্রায় সাত হাজার শাস্তিপ্রাপ্ত কয়েদি এবং বাকিরা বিচারাধীন।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

জনপ্রিয়

আমি কুমিল্লার মানুষের হৃদয়ে নাম লিখতে চাই : নবাগত জেলা প্রশাসক

৬৫০ বাংলাদেশি বন্দীকে ফেরত পাঠাচ্ছে পশ্চিমবঙ্গ

প্রকাশিত : ০৮:৩৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০

ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন কারাগারে বন্দী রয়েছে হাজারখানেক বাংলাদেশি নাগরিক। এদের মধ্যে বিভিন্ন অপরাধে সাজা শেষ করে কারাগারে বন্দী ৬৫০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাতে দাপ্তরিক প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

মূলত করোনাভাইরাসের কারণে কারাগারে ভিড় কমাতে পশ্চিমবঙ্গ কারেকশনাল সার্ভিস ডিপার্টমেন্টের নেয়া বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে।

শুক্রবার দেশের একটি ইংরেজি দৈনিক পশ্চিমবঙ্গের কারেকশনাল সার্ভিস ডিপার্টমেন্টের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানায়।

ওই কর্মকর্তার ভাষ্য, এ বিষয়ে রাজ্যের স্বরাষ্ট্র বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল প্রক্রিয়া সম্প্রতি শুরু হয়েছে।

তিনি জানান, সাজার মেয়াদ শেষ হওয়া বাংলাদেশি বন্দীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই বন্দীদের বেশিরভাগের কয়েক মাস আগে সাজার মেয়াদ শেষ হয়েছে।

তবে মহামারি ও লকডাউনের কারণে পশ্চিমবঙ্গ কারেকশনাল সার্ভিস ডিপার্টমেন্ট সরকার এই প্রক্রিয়া শুরু করতে পারেনি বলে জানান ওই কর্মকর্তা।

পশ্চিমবঙ্গ কারেকশনাল সার্ভিস ডিপার্টমেন্ট সূত্র বলছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে প্রায় ৯৫০ জন বাংলাদেশি বন্দি আছেন, যাদের মধ্যে ৬৫০ জন তাদের সাজা শেষ করেছেন।

পশ্চিমবঙ্গে প্রায় ৬০টি কারাগার আছে। সেখানে প্রায় ২৫ হাজার বন্দী আছেন, যাদের মধ্যে প্রায় সাত হাজার শাস্তিপ্রাপ্ত কয়েদি এবং বাকিরা বিচারাধীন।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত