১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

কলকাতার ছবিতে ইমরান

কলকাতার নতুন একটি ছবিতে গান গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান। ছবির নাম রং রুট। গানের শিরোনাম ‘মন এ কেমন’।

টালিউডের এ গানে ইমরানের সঙ্গে গেয়েছেন বলিউডের সংগীতশিল্পী মহালক্ষ্মী আইয়ার। গানটির সুর ও সংগীত করেছেন দেব সেন। লিখেছেন রিভো।

এদিকে রং রুট ছবিটির পরিবেশনার দায়িত্বে আছেন ভারতের ভেঙ্কটেশ ফিল্মস। ভেঙ্কটেশ ফিল্মসের চ্যানেল সংগীত বাংলায় গানটির প্রচার শুরু হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন ইন্দ্রজিৎ চক্রবর্তী। ১২ জানুয়ারি রং রুট কলকাতায় মুক্তির কথা।

কলকাতার ছবিতে গান গাওয়ার সুযোগে উচ্ছ্বসিত ইমরান বলেন, ‘মাস দুয়েক আগে গানটিতে কণ্ঠ দিয়েছিলাম। তখন প্রকাশ করিনি। পরে কী হয় না-হয় এর জন্য। যা-ই হোক গানটি নির্বাচিত হওয়ার জন্য ভালো লাগছে।’ এটি শুধু আমার নয়, বাংলাদেশের সংগীতশিল্পীদের জন্যও গৌরবের বলে মনে করেন ইমরান।

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রামে আজ তারেক রহমানের জনসভা

কলকাতার ছবিতে ইমরান

প্রকাশিত : ০৬:৫৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮

কলকাতার নতুন একটি ছবিতে গান গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান। ছবির নাম রং রুট। গানের শিরোনাম ‘মন এ কেমন’।

টালিউডের এ গানে ইমরানের সঙ্গে গেয়েছেন বলিউডের সংগীতশিল্পী মহালক্ষ্মী আইয়ার। গানটির সুর ও সংগীত করেছেন দেব সেন। লিখেছেন রিভো।

এদিকে রং রুট ছবিটির পরিবেশনার দায়িত্বে আছেন ভারতের ভেঙ্কটেশ ফিল্মস। ভেঙ্কটেশ ফিল্মসের চ্যানেল সংগীত বাংলায় গানটির প্রচার শুরু হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন ইন্দ্রজিৎ চক্রবর্তী। ১২ জানুয়ারি রং রুট কলকাতায় মুক্তির কথা।

কলকাতার ছবিতে গান গাওয়ার সুযোগে উচ্ছ্বসিত ইমরান বলেন, ‘মাস দুয়েক আগে গানটিতে কণ্ঠ দিয়েছিলাম। তখন প্রকাশ করিনি। পরে কী হয় না-হয় এর জন্য। যা-ই হোক গানটি নির্বাচিত হওয়ার জন্য ভালো লাগছে।’ এটি শুধু আমার নয়, বাংলাদেশের সংগীতশিল্পীদের জন্যও গৌরবের বলে মনে করেন ইমরান।