অভিষেক ও ঐশ্বরিয়া। বলিউডের অন্যতম স্বনামধন্য পরিবারের দম্পতি। তাদের বাড়ি নিয়ে সম্প্রতি কলকাতার গণমাধ্যম কলকাতা২৪পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
যাতে প্রকাশ করা হয়েছে অভিষেক-ঐশ্বরিয়ার বাড়ির দাম ২১ কোটি টাকা। শোনা গেছে তাদের বাড়ি নাকি রাজপ্রাসাদের মতো।
৫,৫০০ বর্গ ফুট এলাকা জুড়ে রয়েছে এই অ্যাপার্টমেন্টটি। যার প্রতি স্কয়ার ফিটের মূল্য ৩৮,০০০ টাকা। ডাইনিং রুম থেকে ছোটদের রুম, নজর ফেরানোয় যেন কঠিন।
শোবার ঘর দেখলে হিংসেও হতে পারে অনেকের। কাঁচে ঘেরা একপ্রান্ত দিয়ে শহরের অনেকটাই যেন ধরা পড়বে চোখে। এর সঙ্গে রয়েছে সুইমিং পুল।

























