১০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

কেন বাতিল হচ্ছে আনুস্কা কোহলির বিয়ে?

বলিউড তারকা আনুশকা শর্মা ও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি গত ডিসেম্বরে ঘটা করে ইতালিতে বিয়ে করেন। বিয়ের এক মাস না পেরোতেই বাতিল হতে চলেছে সেই স্বপ্নের বিয়ে।

অথচ বিয়ে ও রিসেপশনের পর্ব মিটিয়ে নব দম্পতি দু’দিন আগেই কেপটাউনে বরের সঙ্গে হুল্লোড় করে সময় কাটিয়ে দেশে ফিরেছেন। তার মধ্যেই তাদের বিয়ে বাতিলে ঘটনা রীতিমতো অবাক করার মত ব্যপার।

জানা গেছে, বিরাট ও আনুশকার আইনি বিয়েটাই নাকি বাতিল হয়ে যেতে পারে। ১১ই ডিসেম্বর ইতালির তাস্কানিতে বিয়ে করেছেন তারা। সেই খবর নাকি রোমের ভারতীয় দূতাবাসকেই দেননি দু’জন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিয়ের রিসেপশন পার্টিতে হাজিরও হয়েছিলেন। পাঞ্জাব ও হরিয়ানার এক আইনজীবী নাকি আরটিআই করে জানতে চেয়েছিলেন বিরাট ও আনুশকার ম্যারেজ রেজিস্ট্রেশন।

এর পরেই ভারতীয় দূতাবাস জানিয়েছে বিরাট ও আনুশকা নাকি বিয়ের খবর ভারতীয় দূতাবাসের ম্যারেজ অফিসারকে জানাননি। সে কারণে তাদের ম্যারেজ রেজিস্ট্রেশন আইনত নয়। ভারতে দ্বিতীয়বার তাদের ম্যারেজ রেজিস্ট্রেশন করতে হবে।

 

বিজনেস বাংলাদেশ/০৮ জানুয়ারি ২০১৮/এফএ শোভন

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রামে আজ তারেক রহমানের জনসভা

কেন বাতিল হচ্ছে আনুস্কা কোহলির বিয়ে?

প্রকাশিত : ০৯:৩৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮

বলিউড তারকা আনুশকা শর্মা ও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি গত ডিসেম্বরে ঘটা করে ইতালিতে বিয়ে করেন। বিয়ের এক মাস না পেরোতেই বাতিল হতে চলেছে সেই স্বপ্নের বিয়ে।

অথচ বিয়ে ও রিসেপশনের পর্ব মিটিয়ে নব দম্পতি দু’দিন আগেই কেপটাউনে বরের সঙ্গে হুল্লোড় করে সময় কাটিয়ে দেশে ফিরেছেন। তার মধ্যেই তাদের বিয়ে বাতিলে ঘটনা রীতিমতো অবাক করার মত ব্যপার।

জানা গেছে, বিরাট ও আনুশকার আইনি বিয়েটাই নাকি বাতিল হয়ে যেতে পারে। ১১ই ডিসেম্বর ইতালির তাস্কানিতে বিয়ে করেছেন তারা। সেই খবর নাকি রোমের ভারতীয় দূতাবাসকেই দেননি দু’জন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিয়ের রিসেপশন পার্টিতে হাজিরও হয়েছিলেন। পাঞ্জাব ও হরিয়ানার এক আইনজীবী নাকি আরটিআই করে জানতে চেয়েছিলেন বিরাট ও আনুশকার ম্যারেজ রেজিস্ট্রেশন।

এর পরেই ভারতীয় দূতাবাস জানিয়েছে বিরাট ও আনুশকা নাকি বিয়ের খবর ভারতীয় দূতাবাসের ম্যারেজ অফিসারকে জানাননি। সে কারণে তাদের ম্যারেজ রেজিস্ট্রেশন আইনত নয়। ভারতে দ্বিতীয়বার তাদের ম্যারেজ রেজিস্ট্রেশন করতে হবে।

 

বিজনেস বাংলাদেশ/০৮ জানুয়ারি ২০১৮/এফএ শোভন