তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। ঢাকাই চলচ্চিত্রে নব্বই দশকের এ চিত্রনায়িকা ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘দুই নয়নের আলো’সহ বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দেন। দীর্ঘ বিরতি ভেঙে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘পাগল মানুষ’ সিনেমাটি । সিনেমাটি ১২ জানুয়ারি মুক্তি পাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন প্রয়াত এম এম সরকার । এই নির্মাতার হঠাৎ মৃত্যুতে সিনেমাটির কাজ থেমে যায়। পরে পরিচালক বদিউল আলম খোকন সিনেমাটির কাজ শেষ করেন।
সিনেমাটির মুক্তিকে সামনে রেখে গত সোমবার রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করা হয়। এ সময় এ সিনেমার নায়ক শায়ান, মিশা সওদাগর ও চিত্রনায়িকা শাবনূর উপস্থিত ছিলেন। এ সময় শাবনূর বলেন, ‘‘পাগল মানুষ’ সিনেমাটি অবশেষে মুক্তি পাচ্ছে এটাই আনন্দের। সিনেমার পরিচালক আমার পাশে নেই বলে আমার খুব কষ্ট লাগছে। সিনেমার বেশির ভাগ কাজই তিনি শেষ করেছিলেন। সেই জায়গা থেকে বলতে পারি একটি ভালো একটি সিনেমা হতে যাচ্ছে।’
সিনেমাটি হলে গিয়ে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘আমি সবসময় হলে গিয়ে সবার সিনেমা দেখি। বড় পর্দায় সিনেমা দেখতে আমি পছন্দ করি। ‘পাগল মানুষ’ সিনেমাটি আমি হলে গিয়ে দেখব।’’
দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমার ভক্তরা এখন প্রেক্ষাগৃহে যায় না। তাদেরকে আবার হলে যাওয়ার অনুরোধ করিছ। আশা করছি, সিনেমাটি তাদের ভালো লাগবে।’
২০১২ সালের ২৯ ডিসেম্বর ‘পাগল মানুষ’ সিনেমার শুটিংয়ের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এর পরিচালক এম এম সরকার। পরিচালকের মৃত্যুর পর সিনেমার কাজ বন্ধ হয়ে যায়। চার বছর পর সিনেমাটির বাকি অংশ শেষ করার দায়িত্ব নেন পরিচালকের এক সময়ের সহকারী বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য নির্মাতা বদিউল আলম খোকন। তার সার্বিক তত্ত্বাবধানে সিনেমাটি মুক্তি পাচ্ছে।

























