জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বিসিএস অফিসার্স ফোরামের উদ্যোগে ও নাভানা গ্রুপের সৌজন্যে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের জন্য ২ টি অত্যাধুনিক অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন ও একটি পোর্টেবল ভেন্টিলেটর (করোনা চিকিৎসার জন্য) প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল চারটায় মেডিকেল চত্ত¡রে এক অনাড়ম্ভর অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের সহ-সভাপতি সরকারের অতিরিক্ত সচিব তাহিয়াত হোসেন এবং মহাসচিব ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার আবদুল আহাদ বিশ্ববিদ্যালয়ের প্রধান মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. শামছুর রহমানের কাছে এসব চিকিৎসা উপকরণ হস্তান্তর করেন।
চিকিৎসা উপকরণ হস্থান্তর অনুষ্ঠানে আবদুল আহাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা পেশাগত দায়িত্ব পালনে তারা যেখানে থাকুক না কেন, সবাই বিশ্ববিদ্যালয়কে ভালবাসে। এই ভালবাসার টানে তারা বিশ্ববিদ্যালয়ে ছুটে এসেছেন। তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করতে চান। তিনি বলেন, ভবিষ্যতে এ সহযোগিতা অব্যাহত থাকবে। নাভানা গ্রুপের এজিএম আফজাল ইবনে নাজিম বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে নাভানা গ্রুপ করোনাকালীন এই সময়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ¯স্বাস্থ্য উপকরণ প্রদান করে আসছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের আরও আধুনিকায়নের প্রয়োজন রয়েছে। নাভানা গ্রুপ এক্ষেত্রে সহযোগিতা করতে আগ্রহী। চিকিৎসা উপকরণ প্রদান করায় প্রধান মেডিকেল অফিসার ডা. শামছুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের নেতৃবৃন্দ এবং নাভানা গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল- হাসান, ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. সুকল্যাণ কুমার কুন্ডু, মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি ড. শুভ্র কান্তি দে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফাতেমা তুল জান্নাত সহ ফোরামের কার্যকরী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর