১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

সাংসদ পঙ্কজ দেবনাথের করোনা শনাক্ত

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৮:২০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
  • 8

পঙ্কজ দেবনাথ

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে আওয়ামী লীগের সাংসদ পঙ্কজ দেবনাথের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি ঢাকায় নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। শুক্রবার বিকেলে তাঁর করোনা পজিটিভ ফল আসে।
আইসোলেশনে থাকা সাংসদ পঙ্কজ দেবনাথ মুঠোফোনে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বুধবার তিনি জ্বরে আক্রান্ত হন। সঙ্গে শরীরব্যথা অনুভব করেন। এরপর তিনি করোনা পরীক্ষা করান। পরীক্ষার ফলে জানতে পারেন তিনি করোনা পজিটিভ। জ্বর ও শরীরব্যথা ছাড়া তাঁর অন্য কোনো উপসর্গ নেই বলে তিনি জানালেন। চিকিৎসকের পরামর্শে তিনি বাড়িতে আইসোলেশনে (সঙ্গ নিরোধ) আছেন।

মেহেন্দীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মাহফুজ উল আলম বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকেই সাংসদ পঙ্কজ দেবনাথ এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। সর্বশেষ ১২ সেপ্টেম্বর তিনি নৌ পরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে নদী খনন ও ভাঙনরোধের প্রকল্প বিষয়ে পদক্ষেপ নিতে এলাকায় এসেছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

সাংসদ পঙ্কজ দেবনাথের করোনা শনাক্ত

প্রকাশিত : ০৮:২০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে আওয়ামী লীগের সাংসদ পঙ্কজ দেবনাথের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি ঢাকায় নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। শুক্রবার বিকেলে তাঁর করোনা পজিটিভ ফল আসে।
আইসোলেশনে থাকা সাংসদ পঙ্কজ দেবনাথ মুঠোফোনে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বুধবার তিনি জ্বরে আক্রান্ত হন। সঙ্গে শরীরব্যথা অনুভব করেন। এরপর তিনি করোনা পরীক্ষা করান। পরীক্ষার ফলে জানতে পারেন তিনি করোনা পজিটিভ। জ্বর ও শরীরব্যথা ছাড়া তাঁর অন্য কোনো উপসর্গ নেই বলে তিনি জানালেন। চিকিৎসকের পরামর্শে তিনি বাড়িতে আইসোলেশনে (সঙ্গ নিরোধ) আছেন।

মেহেন্দীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মাহফুজ উল আলম বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকেই সাংসদ পঙ্কজ দেবনাথ এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। সর্বশেষ ১২ সেপ্টেম্বর তিনি নৌ পরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে নদী খনন ও ভাঙনরোধের প্রকল্প বিষয়ে পদক্ষেপ নিতে এলাকায় এসেছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ