গত বছর ছেঁড়া প্যান্ট পরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন শাকিব খান। এবার অপু বিশ্বাসের ট্রাউজারের সঙ্গে মিল রেখে প্যান্ট পরায় আবারো বিতর্কে পড়েছেন এই নায়ক।
কয়েকদিন আগে অপু বিশ্বাস তার ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়—কালোর-সাদা ছাপার একটি ট্রাউজার পরেছেন অপু বিশ্বাস। বুধবার (২৩ সেপ্টেম্বর) শাকিব খান একটি ছবি পোস্ট করেন। তাতেও দেখা যায়—একই ছাপার ট্রাউজার পরেছেন শাকিব। এর পরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় শুরু হয়। অনেকেই এটাকে বলছেন, ‘অপু বিশ্বাসের সঙ্গে মিল রেখে এ ট্রাউজার কিনেছেন শাকিব।’
তীর্থক আহসান রুবেল তার ফেসবুকে শাকিব খান ও অপু বিশ্বাসের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন—‘এক ছাদের নীচে নেই তো কি হয়েছে? এক ট্রাউজারের ভেতর তো! এটাকেই বলে হৃদয়ের মিল। বুঝলা ডার্লিং।’
বাংলা চলচ্চিত্রের ফেসবুক গ্রুপ ‘বাংলা চলচ্চিত্রের সেকাল একাল’-এর পেজে ছবি দুটি পোস্ট করে লিখেছেন, ‘দ্বিতীয়বারের মতো অপু বিশ্বাসের প্যান্ট পড়লেন সুপারস্টার শাকিব খান।’ এভাবে আরো অনেকেই নানা ধরনের মন্তব্য করছেন ফেসবুকে। তবে চলচ্চিত্রের কেউ কেউ বলছেন কাকতালীয়ভাবে এটা মিলে যেতে পারে!
বিজনেস বাংলাদেশ/ এ আর