আসন্ন দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন মোঃ রবিউল ইসলাম সোহাগ।
২৩ সেপ্টেম্বর বুধবার দিনাজপুর জেলা নির্বাচন অফিস চত্বরে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ শাহীনুর ইসলাম প্রামানিক এর হাতে মনোনয়ন পত্র জমা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য আজগার আলী, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম খালেকুজ্জামানসহ আওয়ামীলীগের অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে অব্যাহত রাখতে এবং নির্বাচন বিধিমালা মেনে শহর ও সদর উপজেলা আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ রবিউল ইসলাম সোহাগকে বিজয়ের জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার জন্য অনুরোধ করেন।
উলেখ্য, গত ২৯ আগষ্ট কিশোর কুমার রায় মৃত্যুবরণ করায় সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানটি পদটি শূন্য হয়ে পড়ে। যার প্রেক্ষিতে আগামী ২০ অক্টোবর দিনাজপুর সদর উপজেলা পরিষদের উপ-নির্বাচন ভাইস চেয়ারম্যানে পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আসন্ন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে বাকী ২ জন প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আবু রায়হান ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ চঞ্চল প্রতিদ্ব›িদ্বতা করবেন। জনমত জরিপে ৩ প্রার্থীর মধ্যে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ রবিউল ইসলাম সোহাগের উক্ত নির্বাচনে জয়যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনেকে মত পোষণ করেছেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর