১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

না ফেরার দেশে অভিনেতা সিরাজ হায়দার

  • নজরুল ইসলাম
  • প্রকাশিত : ০১:১৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮
  • 127

না ফেরার দেশে অভিনেতা সিরাজ হায়দার। বৃহস্পতিবার ভোরে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর কল্যাণপুরে নিজ বাসায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

সিরাজ হায়দার মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনয়ের  পাশাপাশি পরিচালনাও করতেন। সিরাজ হায়দার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

৫৫ বছরেরও বেশি সময় ধরে সিরাজ হায়দার অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ষাটের দশকে স্কুলের ছাত্র থাকা অবস্থায় পূর্ব পাকিস্তান জাতীয় দিবসে ‘টিপু সুলতান’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয়ে পথচলা শুরু করেছিলেন। মুক্তিযুদ্ধের পর চলচ্চিত্র পরিচালক আবদুল্লাহ আল মামুনের সহকারী হিসেবে ‘জল্লাদের দরবার’ চলচ্চিত্রে কাজ শুরু করেন। তাঁর প্রথম অভিনীত সিনেমা ‘সুখের সংসার’। নারায়ণ ঘোষ মিতা পরিচালিত এ চলচ্চিত্রে সিরাজ হায়দার খলনায়ক চরিত্রে অভিনয় করেন।

সিরাজ হায়দার মঞ্চনাটক নির্দেশনা দিয়েছেন মাত্র ১৯ বছর বয়সে। ১৯৭৬ সালে তিনি রঙ্গনা নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠা করেন এবং অনেকগুলো নাটকের নির্দেশনা দেন। সিরাজ হায়দার দুটি চলচ্চিত্র পরিচালনা করেছেন। ব্যক্তিগত জীবনে সিরাজ হায়দারের স্ত্রী মিনা হায়দারও একজন অভিনেত্রী। তাঁদের ছেলে লেনিন হায়দার একজন নাট্য পরিচালক।

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রামে আজ তারেক রহমানের জনসভা

না ফেরার দেশে অভিনেতা সিরাজ হায়দার

প্রকাশিত : ০১:১৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮

না ফেরার দেশে অভিনেতা সিরাজ হায়দার। বৃহস্পতিবার ভোরে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর কল্যাণপুরে নিজ বাসায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

সিরাজ হায়দার মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনয়ের  পাশাপাশি পরিচালনাও করতেন। সিরাজ হায়দার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

৫৫ বছরেরও বেশি সময় ধরে সিরাজ হায়দার অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ষাটের দশকে স্কুলের ছাত্র থাকা অবস্থায় পূর্ব পাকিস্তান জাতীয় দিবসে ‘টিপু সুলতান’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয়ে পথচলা শুরু করেছিলেন। মুক্তিযুদ্ধের পর চলচ্চিত্র পরিচালক আবদুল্লাহ আল মামুনের সহকারী হিসেবে ‘জল্লাদের দরবার’ চলচ্চিত্রে কাজ শুরু করেন। তাঁর প্রথম অভিনীত সিনেমা ‘সুখের সংসার’। নারায়ণ ঘোষ মিতা পরিচালিত এ চলচ্চিত্রে সিরাজ হায়দার খলনায়ক চরিত্রে অভিনয় করেন।

সিরাজ হায়দার মঞ্চনাটক নির্দেশনা দিয়েছেন মাত্র ১৯ বছর বয়সে। ১৯৭৬ সালে তিনি রঙ্গনা নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠা করেন এবং অনেকগুলো নাটকের নির্দেশনা দেন। সিরাজ হায়দার দুটি চলচ্চিত্র পরিচালনা করেছেন। ব্যক্তিগত জীবনে সিরাজ হায়দারের স্ত্রী মিনা হায়দারও একজন অভিনেত্রী। তাঁদের ছেলে লেনিন হায়দার একজন নাট্য পরিচালক।