ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনডিসি) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ঘোষণা করবে আগামী ১৬ জানুয়ারি। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড এই ঘোষণা দেবে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই তথ্য জানান। ধানমণ্ডিতে দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে কাদের বলেন, ‘প্রার্থী ঘোষণার আগে কেউ প্রার্থী নন। অনেকে নিজের মতো করে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। এতে প্রমাণিত হয় না যে প্রার্থী নির্বাচন হয়ে গেছে। তবে আতিকুল ইসলাম দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। সে সময় শেখ হাসিনা বলেছেন, কাজ করো। সিদ্ধান্ত পরে।’
এর আগেও ঢাকা উত্তর সিটি করেপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ রাজনীতিকের পরিবর্তে একজন ব্যবসায়ীকে নির্বাচিত করা হয়েছিল। এবারও যারা আলোচনায় রয়েছেন তারা ব্যবসায়ী। আওয়ামী লীগ আগামী নির্বাচনকে সামনে রেখে ক্রমশ ব্যবসায়ীদের দিকে ঝুঁকছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল বলেন, ‘দলের প্রার্থী, দলীয় নেতা আর নির্বাচন এটার মধ্যে পার্থক্য আছে। এটা রাজনৈতিক স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিক এলায়েন্স। নির্বাচনে স্ট্র্যাটেজিক এলায়েন্স হয়।’ তিনি আরও বলেন, ‘একজন রাজনীতিবিদ কি ব্যবসা করতে পারেন না? তারা চাঁদাবাজি করে খাবেন?’
























