১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

যদি হতে চান মডেল…

তানজিন তিশা

মডেল। তার গ্ল্যামারের দীপ্তি চোখ ধাঁধিয়ে দেয়। চালচলন, ঝলমলে জীবনযাপন হাতছানি দেয় অন্য এক স্বপ্নের জগতের। শুধু যশ খ্যাতি কিংবা ক্যামেরার ঝিলিক নয়। বর্তমান বিশ্বে একজন যোগ্য মডেলের টাকাও থাকে কাড়ি কাড়ি।

আর এমন পথে হাঁটতে অনেকেই খেই হারিয়ে ফেলে। অসাধুদের খপ্পরে পরে সর্বশান্ত হয়। শোবিজ অঙ্গনকে ধিক্কার জানিয়ে বিদায় নেয়। তার জন্য সিড়ির প্রথম ধাপ থেকেই আপনাকে সাবধানে পা ফেলতে হবে। অনেক অসাধুদের ভিড়ে সঠিক স্থানটি বেছে নিতে হবে।

কীভাবে শুরু করা যায়?

প্রথমে ছবি তুলতে হবে: একজন মডেল হতে প্রয়োজন একটি পরিপূর্ণ পোর্টফোলিও। এ ক্ষেত্রে একজন পেশাদার ফটোগ্রাফারকে দিয়ে একটি পোর্টফলিও বানাতে হবে। সাধারণ একটি পোর্টফোলিওতে থাকে মডেলের নানা অ্যাঙ্গেল থেকে তোলা ছবি। এখানে সৌন্দর্যটা প্রাধান্য পায়।

সুন্দর তরুণীদের গ্রহণযোগ্যতা থাকে। তবে তাঁকে অবশ্যই বুদ্ধিমতী হতে হবে। মডেল হতে হলে প্রথমত যোগাযোগ করতে হবে যাঁরা মডেল ফটোগ্রাফিতে ভালো কাজ করছেন তাঁদের সঙ্গে। তাঁদের কাছে ছবি তুলতে হবে। এ ক্ষেত্রে যাঁর চেহারা ফটোজেনিক তিনি নিজেকে আকর্ষণীয়ভাবে তুলে ধরার প্রস্তুতি নিতে পারেন। ছবি তুলে বিভিন্ন বিজ্ঞাপনী প্রতিষ্ঠানে জমা দিতে পারেন। অথবা সরাসরি বিজ্ঞাপন নির্মাতার সঙ্গে যোগাযোগ করতে পারেন।

ছবি জমা দেয়া:

সুন্দর ছবি তুলে পরিপূর্ণ পোর্টফলিও তৈরি হয়ে গেলে বিভিন্ন এজেন্সিতে ছবি পাঠানোর উদ্যোগ নিতে হবে। প্রশ্ন জাগতে পারে ছবি পাঠাবেন কোথায়? সোজা উত্তর বিজ্ঞাপনী সংস্থায়। বিশেষ করে নামকরা বিজ্ঞাপনী সংস্থাগুলোতে। আরও পাঠাতে পারেন বিভিন্ন বুটিক হাউসে এবং পত্রিকা অফিসগুলোতে। প্রয়োজনে বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যেমন, মডেলিংয়ের সঙ্গে যুক্ত এমন ফটোগ্রাফার, মেকাপ, আর্টস, ফ্যাশন হাউস অর্গানাইজার এমন কারও সঙ্গে। পোর্টফোলিওর সঙ্গে একটি সুন্দর পরিপূর্ণ সিভি জমা দিতে ভুলবেন না।

এক্ষেত্রেই সাবধানতা অবলম্বন করতে হবে। পেশাদার আলোকচিত্রীর মাধ্যমে ছবি তুলতে হবে, যে স্থানগুলোতে বড় বড় এজন্সি নতুন ছেলেমেয়ের সন্ধান করে। যেমন বাংলাদেশের মধ্যে প্রসিদ্ধ ফটোগ্রাফার ইকবাল আহমেদ, চঞ্চল মাহমুদ বা আশীষ সেনগুপ্তের কথা বলা যেতে পারে। এছাড়াও এ সময়ে রাফায়েল, কৌশিক ইকবাল, প্রিয়তু রেজা সহ বেশ কয়েকজন ফটোগ্রাফার ভালো ছবি তুলছে।

এ নিয়ে বিজ্ঞাপন সংস্থা এশিয়াটেকের প্রধান আলী যাকের বলেন, ‘একটা কথা মনে রাখতে হবে, যিনি মডেল হতে যাচ্ছেন, তাঁকে পর্দায় একটা ম্যাজিক সৃষ্টি করতে হবে। যে ম্যাজিকে দর্শকেরা বিমোহিত হবে। যদি সম্ভব হয় তবে বিজ্ঞাপনী সংস্থায় যোগাযোগ করতে হবে। কিন্তু কোনোভাবেই পত্রপত্রিকায় চটকদার বিজ্ঞাপন দেখে এমন কোথাও যোগাযোগ করবেন না, যেখানে আপনি প্রতারিত হতে পারেন। সেই সঙ্গে আমি আরেকটি বিষয় মনে করিয়ে দিতে চাই যে অনেকেরই ধারণা, বিজ্ঞাপননির্মাতার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে মডেল হওয়া যায়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। যদি আপনার যোগ্যতা থাকে। আপনি ফটোজেনিক হন, তবে আপনাকে কোনো নির্মাতার সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ করতে হবে না। বরং আপনার ছবি পছন্দ হলে পণ্যের মালিকের চাহিদা অনুযায়ী আমরাই আপনাকে খুঁজে নেব।’

বর্তমান সময়ে বিজ্ঞাপন সংস্থা সেরাদের তালিকায় আছে এশিয়াটেক, গ্রে অ্যাডভারটেজমেন্ট, ইমপ্রেস, এক্সপ্রেশন, বিটপী, এডকম, ক্রিয়েটিভ মিডিয়া, মিডিয়াকম, মাত্রা, ইউনিট্রেন্ড, প্রবাহ। এসব প্রতিষ্ঠানের অনলাইন সাইটে গিয়ে সহজেই মেইল অ্যাড্রেস পেয়ে যাবেন। সেখানে আপনার বায়োডাটা ও পোর্টফোলিও জমা দেবেন।

এ যুগে ফেসবুকও গুরুত্পূর্ণ:

এ সময়ে মডেলদের জন্য গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম ফেসবুক। এখান থেকেও অনেকের শুরুটা হয়। ফেসবুকে ছবি দেখে পছন্দ করে থাকে বিভিন্ন এজন্সির কর্তারা। সেক্ষেত্রে আপনার ফেসবুকের ছবিগুলো বুঝেশুনে ব্যাবহার করুন। অনেকেই ফেসবুকের ছবি দিয়ে ঝড় তোলে। কিন্তু মডেলিংয়ের জন্য প্রয়োজন সঠিক গ্রুমিংও।

মডেল হতে পারেন আপনিও: এখন বিজ্ঞাপনচিত্রের ভাষা বদলে গেছে। এখন মোটামুটি ফটোজেনিক হলেই চলে। তবে তাঁকে অবশ্যই অভিনয় জানতে হবে। আর কাজ করতে হলে সন্ধান করতে হবে বিজ্ঞাপনী প্রতিষ্ঠানগুলোর।

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রামে আজ তারেক রহমানের জনসভা

যদি হতে চান মডেল…

প্রকাশিত : ০৭:১৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮

মডেল। তার গ্ল্যামারের দীপ্তি চোখ ধাঁধিয়ে দেয়। চালচলন, ঝলমলে জীবনযাপন হাতছানি দেয় অন্য এক স্বপ্নের জগতের। শুধু যশ খ্যাতি কিংবা ক্যামেরার ঝিলিক নয়। বর্তমান বিশ্বে একজন যোগ্য মডেলের টাকাও থাকে কাড়ি কাড়ি।

আর এমন পথে হাঁটতে অনেকেই খেই হারিয়ে ফেলে। অসাধুদের খপ্পরে পরে সর্বশান্ত হয়। শোবিজ অঙ্গনকে ধিক্কার জানিয়ে বিদায় নেয়। তার জন্য সিড়ির প্রথম ধাপ থেকেই আপনাকে সাবধানে পা ফেলতে হবে। অনেক অসাধুদের ভিড়ে সঠিক স্থানটি বেছে নিতে হবে।

কীভাবে শুরু করা যায়?

প্রথমে ছবি তুলতে হবে: একজন মডেল হতে প্রয়োজন একটি পরিপূর্ণ পোর্টফোলিও। এ ক্ষেত্রে একজন পেশাদার ফটোগ্রাফারকে দিয়ে একটি পোর্টফলিও বানাতে হবে। সাধারণ একটি পোর্টফোলিওতে থাকে মডেলের নানা অ্যাঙ্গেল থেকে তোলা ছবি। এখানে সৌন্দর্যটা প্রাধান্য পায়।

সুন্দর তরুণীদের গ্রহণযোগ্যতা থাকে। তবে তাঁকে অবশ্যই বুদ্ধিমতী হতে হবে। মডেল হতে হলে প্রথমত যোগাযোগ করতে হবে যাঁরা মডেল ফটোগ্রাফিতে ভালো কাজ করছেন তাঁদের সঙ্গে। তাঁদের কাছে ছবি তুলতে হবে। এ ক্ষেত্রে যাঁর চেহারা ফটোজেনিক তিনি নিজেকে আকর্ষণীয়ভাবে তুলে ধরার প্রস্তুতি নিতে পারেন। ছবি তুলে বিভিন্ন বিজ্ঞাপনী প্রতিষ্ঠানে জমা দিতে পারেন। অথবা সরাসরি বিজ্ঞাপন নির্মাতার সঙ্গে যোগাযোগ করতে পারেন।

ছবি জমা দেয়া:

সুন্দর ছবি তুলে পরিপূর্ণ পোর্টফলিও তৈরি হয়ে গেলে বিভিন্ন এজেন্সিতে ছবি পাঠানোর উদ্যোগ নিতে হবে। প্রশ্ন জাগতে পারে ছবি পাঠাবেন কোথায়? সোজা উত্তর বিজ্ঞাপনী সংস্থায়। বিশেষ করে নামকরা বিজ্ঞাপনী সংস্থাগুলোতে। আরও পাঠাতে পারেন বিভিন্ন বুটিক হাউসে এবং পত্রিকা অফিসগুলোতে। প্রয়োজনে বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যেমন, মডেলিংয়ের সঙ্গে যুক্ত এমন ফটোগ্রাফার, মেকাপ, আর্টস, ফ্যাশন হাউস অর্গানাইজার এমন কারও সঙ্গে। পোর্টফোলিওর সঙ্গে একটি সুন্দর পরিপূর্ণ সিভি জমা দিতে ভুলবেন না।

এক্ষেত্রেই সাবধানতা অবলম্বন করতে হবে। পেশাদার আলোকচিত্রীর মাধ্যমে ছবি তুলতে হবে, যে স্থানগুলোতে বড় বড় এজন্সি নতুন ছেলেমেয়ের সন্ধান করে। যেমন বাংলাদেশের মধ্যে প্রসিদ্ধ ফটোগ্রাফার ইকবাল আহমেদ, চঞ্চল মাহমুদ বা আশীষ সেনগুপ্তের কথা বলা যেতে পারে। এছাড়াও এ সময়ে রাফায়েল, কৌশিক ইকবাল, প্রিয়তু রেজা সহ বেশ কয়েকজন ফটোগ্রাফার ভালো ছবি তুলছে।

এ নিয়ে বিজ্ঞাপন সংস্থা এশিয়াটেকের প্রধান আলী যাকের বলেন, ‘একটা কথা মনে রাখতে হবে, যিনি মডেল হতে যাচ্ছেন, তাঁকে পর্দায় একটা ম্যাজিক সৃষ্টি করতে হবে। যে ম্যাজিকে দর্শকেরা বিমোহিত হবে। যদি সম্ভব হয় তবে বিজ্ঞাপনী সংস্থায় যোগাযোগ করতে হবে। কিন্তু কোনোভাবেই পত্রপত্রিকায় চটকদার বিজ্ঞাপন দেখে এমন কোথাও যোগাযোগ করবেন না, যেখানে আপনি প্রতারিত হতে পারেন। সেই সঙ্গে আমি আরেকটি বিষয় মনে করিয়ে দিতে চাই যে অনেকেরই ধারণা, বিজ্ঞাপননির্মাতার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে মডেল হওয়া যায়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। যদি আপনার যোগ্যতা থাকে। আপনি ফটোজেনিক হন, তবে আপনাকে কোনো নির্মাতার সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ করতে হবে না। বরং আপনার ছবি পছন্দ হলে পণ্যের মালিকের চাহিদা অনুযায়ী আমরাই আপনাকে খুঁজে নেব।’

বর্তমান সময়ে বিজ্ঞাপন সংস্থা সেরাদের তালিকায় আছে এশিয়াটেক, গ্রে অ্যাডভারটেজমেন্ট, ইমপ্রেস, এক্সপ্রেশন, বিটপী, এডকম, ক্রিয়েটিভ মিডিয়া, মিডিয়াকম, মাত্রা, ইউনিট্রেন্ড, প্রবাহ। এসব প্রতিষ্ঠানের অনলাইন সাইটে গিয়ে সহজেই মেইল অ্যাড্রেস পেয়ে যাবেন। সেখানে আপনার বায়োডাটা ও পোর্টফোলিও জমা দেবেন।

এ যুগে ফেসবুকও গুরুত্পূর্ণ:

এ সময়ে মডেলদের জন্য গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম ফেসবুক। এখান থেকেও অনেকের শুরুটা হয়। ফেসবুকে ছবি দেখে পছন্দ করে থাকে বিভিন্ন এজন্সির কর্তারা। সেক্ষেত্রে আপনার ফেসবুকের ছবিগুলো বুঝেশুনে ব্যাবহার করুন। অনেকেই ফেসবুকের ছবি দিয়ে ঝড় তোলে। কিন্তু মডেলিংয়ের জন্য প্রয়োজন সঠিক গ্রুমিংও।

মডেল হতে পারেন আপনিও: এখন বিজ্ঞাপনচিত্রের ভাষা বদলে গেছে। এখন মোটামুটি ফটোজেনিক হলেই চলে। তবে তাঁকে অবশ্যই অভিনয় জানতে হবে। আর কাজ করতে হলে সন্ধান করতে হবে বিজ্ঞাপনী প্রতিষ্ঠানগুলোর।