১২:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

যশ-মিমির রোমান্স যখন তুঙ্গে!!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৮:৪০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮
  • 384

পশ্চিমবঙ্গে আগামী ১৯ জানুয়ারি যশ আর মিমি অভিনীত ‘ টোাল দাদাগিরি’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। আর সেই ছবির ‘মন ‘ গানটি এই মুহুর্তে মাতাচ্ছে সোশ্যাল মিডিয়া। গানে যশ আর মিমিকে এক্কেবারে অ্যরকমের লুক -এ দেখা গেছে। আপাতত সোশ্যাল মিডিয়া এই ছবির গান নিয়ে বেশ সরগরম ।

ছবিতে আরও অভিনয় করছেন রজতাভ দত্ত, সৌরভ চক্রবর্তী ও প্রদীপ ধর। ছবির সংগীত পরিচালনা করছেন জিৎ গাঙ্গুলি। কমেডির পাশাপাশি ছবিতে দেখা যাবে অ্যাকশনও।

অ্যাকশনে ঠাসা এই ছবি একটি অন্য ধরনের প্রেমকাহিনি বলে জানিয়েছেন পরিচালক পথিকৃৎ বসু। মিমির সঙ্গে যশের এটি দ্বিতীয় ছবি। সব মিলিয়ে নতুন বছরে আরেকটি মিষ্টি প্রেমের বাংলা ছবি পেতে চলেছে টলিউড।

মিমির ‘মন’ এখন মজে রয়েছে যশকে ঘিরে! যশ বলেই দিয়েছেন তিনি মিমি ছাড়া কাউকে ভাবতে পারছেন না। যশ বলেই তো দিয়েছেন, ‘একপাশে আমি আর এক পাশে তুই, আমি তার থেকে আর বেশি চাই না কিছুই।’ ভাবছেন এ কী করে হলো? তাহলে বলে রাখা ভালো, এসব পর্দার ঘটনা, বাস্তবে নয়।

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রামে আজ তারেক রহমানের জনসভা

যশ-মিমির রোমান্স যখন তুঙ্গে!!

প্রকাশিত : ০৮:৪০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮

পশ্চিমবঙ্গে আগামী ১৯ জানুয়ারি যশ আর মিমি অভিনীত ‘ টোাল দাদাগিরি’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। আর সেই ছবির ‘মন ‘ গানটি এই মুহুর্তে মাতাচ্ছে সোশ্যাল মিডিয়া। গানে যশ আর মিমিকে এক্কেবারে অ্যরকমের লুক -এ দেখা গেছে। আপাতত সোশ্যাল মিডিয়া এই ছবির গান নিয়ে বেশ সরগরম ।

ছবিতে আরও অভিনয় করছেন রজতাভ দত্ত, সৌরভ চক্রবর্তী ও প্রদীপ ধর। ছবির সংগীত পরিচালনা করছেন জিৎ গাঙ্গুলি। কমেডির পাশাপাশি ছবিতে দেখা যাবে অ্যাকশনও।

অ্যাকশনে ঠাসা এই ছবি একটি অন্য ধরনের প্রেমকাহিনি বলে জানিয়েছেন পরিচালক পথিকৃৎ বসু। মিমির সঙ্গে যশের এটি দ্বিতীয় ছবি। সব মিলিয়ে নতুন বছরে আরেকটি মিষ্টি প্রেমের বাংলা ছবি পেতে চলেছে টলিউড।

মিমির ‘মন’ এখন মজে রয়েছে যশকে ঘিরে! যশ বলেই দিয়েছেন তিনি মিমি ছাড়া কাউকে ভাবতে পারছেন না। যশ বলেই তো দিয়েছেন, ‘একপাশে আমি আর এক পাশে তুই, আমি তার থেকে আর বেশি চাই না কিছুই।’ ভাবছেন এ কী করে হলো? তাহলে বলে রাখা ভালো, এসব পর্দার ঘটনা, বাস্তবে নয়।