নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে বর্বর নির্যাতন, ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ফেস্টুন ও প্লে-কার্ড নিয়ে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদ জানান তারা।
মানববন্ধনে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন,বর্তমান সময়ে মা -বোনেরা তাঁর ইজ্জত নিয়ে শংকিত, ঘরে -বাইরে কোথাও নিরাপদ নয়। নিত্যদিন এসব ঘটনা দেখে আমরা সাধারণ শিক্ষার্থীবৃন্দ বড়ই লজ্জিত। দেশব্যাপী ধর্ষণ, নারী নির্যাতন কমাতে সরকারকে ঘরে-বাইরে নিরাপত্তা জোড়দার করতে হবে যাতে আর কোন মা বোন কে এভাবে নির্যাতিত হতে না হয়। দলমত নির্বিশেষে কোন অপরাধী যেন দালালী করে ছাড়া না পেয়ে যায়। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে পাশাপাশি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক। এসময় তারা সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণসহ ঘটে যাওয়া প্রত্যেকটি ধর্ষণের বিচার দাবি করেন।
বিজনেস বাংলাদেশ / আতিক

























