১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

‘যুদ্ধশিশু’ করবেন না শমী কায়সার

মাসুদ আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘রৌদ্রবেলা ও ঝরাফুল’ অবলম্বনে ‘যুদ্ধশিশু’ নির্মিত হচ্ছে।  সিনেমাটিতে  শমী কায়সার বিশেষ চরিত্রে থাকার কথা বলা হলেও তিনি জানান, সিনেমাটিতে অভিনয় করছেন না।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে  ‘যুদ্ধশিশু’র মহরতে পরিচালক শহীদুল হক খান বলেছিলেন, সিনেমাটির বিশেষ চরিত্রে থাকছেন শমী কায়সার।

শমী কায়সারের সঙ্গে যোগাযোগ করা হলে অভিনয় করছেন না বলে জানান তিনি। যদিও কেন করছেন না— সে ব্যাখ্যা দেননি।

ছবিটিতে আরো অভিনয় করবেন চম্পা, পপি, নাদিম, নাসিম আনোয়ার, মঞ্জুর আলম, আরবি প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ছবিটির শুটিং শুরু হবে। হ্যাপিনেস মাল্টিমিডিয়ার ব্যানারে ‘যুদ্ধশিশু’ ছবিটির সহ-প্রযোজনায় আছেন মল্লিক এস আরেফিন ও মহসিন আলম।

২০০২ সালে মুক্তি পাওয়া চাষী নজরুল ইসলামের ‘হাছন রাজা’ সিনেমায় অভিনয় করেছিলেন শমী কায়সার। এর দুই বছর পর মুক্তি পায় তানভীর মোকাম্মেলের ‘লালন’। অবশ্য আরো আগে সরকারি অনুদানের ‘সনাতন গল্প’-এ অভিনয় করলেও সিনেমাটি আলোর মুখ দেখেনি।

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রামে আজ তারেক রহমানের জনসভা

‘যুদ্ধশিশু’ করবেন না শমী কায়সার

প্রকাশিত : ০১:৪২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮

মাসুদ আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘রৌদ্রবেলা ও ঝরাফুল’ অবলম্বনে ‘যুদ্ধশিশু’ নির্মিত হচ্ছে।  সিনেমাটিতে  শমী কায়সার বিশেষ চরিত্রে থাকার কথা বলা হলেও তিনি জানান, সিনেমাটিতে অভিনয় করছেন না।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে  ‘যুদ্ধশিশু’র মহরতে পরিচালক শহীদুল হক খান বলেছিলেন, সিনেমাটির বিশেষ চরিত্রে থাকছেন শমী কায়সার।

শমী কায়সারের সঙ্গে যোগাযোগ করা হলে অভিনয় করছেন না বলে জানান তিনি। যদিও কেন করছেন না— সে ব্যাখ্যা দেননি।

ছবিটিতে আরো অভিনয় করবেন চম্পা, পপি, নাদিম, নাসিম আনোয়ার, মঞ্জুর আলম, আরবি প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ছবিটির শুটিং শুরু হবে। হ্যাপিনেস মাল্টিমিডিয়ার ব্যানারে ‘যুদ্ধশিশু’ ছবিটির সহ-প্রযোজনায় আছেন মল্লিক এস আরেফিন ও মহসিন আলম।

২০০২ সালে মুক্তি পাওয়া চাষী নজরুল ইসলামের ‘হাছন রাজা’ সিনেমায় অভিনয় করেছিলেন শমী কায়সার। এর দুই বছর পর মুক্তি পায় তানভীর মোকাম্মেলের ‘লালন’। অবশ্য আরো আগে সরকারি অনুদানের ‘সনাতন গল্প’-এ অভিনয় করলেও সিনেমাটি আলোর মুখ দেখেনি।