সুশান্ত সিং রাজপুত। অভিনয় গুণে সবার নজর কেড়েছেন। তিনি বলিউডের উঠতি নায়কদের একজন। একাধিক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে হয়েছেন জনপ্রিয়। সবশেষ ভারতীয় ক্রিকেটার এম এস ধোনির চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেন।
তারই ধারাবাহিকতায় ১৫ কোটি রুপির এক লোভনীয় প্রস্তাব পান এই অভিনেতা। কিন্তু নীতিগত কারণে তা প্রত্যাখ্যান করে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করলেন এই অভিনেতা।
ভারতের একটি নামী ত্বক ফর্সাকারী প্রসাধনী প্রতিষ্ঠান সুশান্তকে তাদের পণ্যের বিজ্ঞাপনের মডেল হওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাব অনায়েসেই ফিরিয়ে দেন এমএস ধোনি খ্যাত এ তারকা।
সুশান্তের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, সুশান্ত কোনো বর্ণবৈষম্যকে উসকে দিতে চান না। এজন্যই তিনি কোনো ত্বক ফর্সাকারী প্রসাধনীর প্রচার করবেন না। কারণ এটা তার নীতির বিরোধী।
ওই সূত্রে আরো জানা যায়, পণ্য প্রচারের ক্ষেত্রে শুধু পারিশ্রমিক নয়, পণ্যের গুণগত মান ও প্রতিষ্ঠানের নীতিমালাকেও সমান গুরুত্ব দেন এই নায়ক। তাই এ ধরনের পণ্যের প্রচারে বিশ্বাসী নন তিনি। দর্শকদের কাছে তিনি পণ্যের যে বার্তা দিচ্ছেন, তা অাদৌ পরিপূর্ণ কোনো বার্তা কী না? সে বিষয়ে নিজেকে দায়বদ্ধ মনে করেন এই অভিনেতা।
আর এ জন্যই যেকোনো পণ্যের প্রচারের আগে তা নিয়ে পুরোটা জেনে নিতে চান সুশান্ত। যখনই শুনলেন এটা ত্বক ফরসাকারী প্রসাধনী, তখন ১৫ কোটি রুপি পারিশ্রমিকের প্রস্তাব ফিরিয়ে দিতেও কার্পণ্য করেননি।

























