তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহের মৃত্যুর এক বছর পর মুক্তি পায় ‘আনন্দ অশ্রু’ ছবি। শিবলি সাদিক পরিচালিত এ ছবি ১৯৯৭ সালের ১ আগস্ট মুক্তি পায়। এ ছবিতে সালমানের সঙ্গে অভিনয় করেন শাবনূর। প্রিয় নায়কের ছবি, তাই একেবারে লুফে নেয় তার ভক্তরা। এ ছবিটিকে আবার স্মরণ করার উপলক্ষ এলো। কারণ ‘আনন্দ অশ্রু’ নামে নির্মিত হচ্ছে নতুন ছবি।
এটি তৈরি করছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। নতুন ছবিতে অভিনয় করছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। ‘আনন্দ অশ্রু’ নামের নতুন ছবি পরিচালক সমিতিতে নাম নিবন্ধন করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। সোমবার (১৫ জানুয়ারি) সকালেই নিবন্ধন কাজ সম্পন্ন করে পরিচালক বললেন, ‘‘ছবি মুক্তির ১২ বছর হয়ে গেলে সেই নামে কাজ করা যায়। তাই আমি পরিচালক সমিতিতে ‘আনন্দ অশ্রু’ জন্য আবেদন করি। আজই নাম নিবন্ধন হয়েছে।
নব্বই দশকের তুমুল জনপ্রিয় এ ছবিটির প্রতি আমার ব্যক্তিগত ভালোবাসাও আছে। এ কারণে ছবিটির নাম নেওয়া।’’ মানিক আরও বলেন, ‘‘নতুন ছবিটি ‘আনন্দ অশ্রু’র রিমেক বা সিক্যুয়েল নয়। সম্পূর্ণই মৌলিক গল্প এটি। আমরা শুধু নামটিই ব্যবহার করছি।’’ ‘আনন্দ অশ্রু’ ছবির কাহিনি তৈরি করছেন সুদীপ্ত সাইদ খান। বেশ কয়েকজন মিলে এর চিত্রনাট্য লেখার কাজ চলেছে। এতে সাইমন-মাহি ছাড়াও অভিনয় করবেন মিশা সওদাগর ও আলী রাজ। ১ ফেব্রুয়ারি থেকে ঢাকার বাইরে ছবিটির কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

























