০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছেন সোনাক্ষী সিনহা

করোনার কারণে মার্চ মাসে লকডাউন শুরু হয় ভারতে। তার আগেই বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা সম্মতি দিয়েছিলেন রিমা কাগতির আসন্ন ওয়েব সিরিজটিতে কাজ করবেন বলে। ‘ফ্যালেন’ নামের সেই সিরিজ অবশেষে শুরু হচ্ছে।

জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরেই রাজস্থানে শুরু হবে এর শুটিং। এতে প্রধান চরিত্রে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছেন সোনাক্ষী। এখানে অন্যানদের মধ্যে রয়েছেন গল্লি বয় খ্যাত বিজয় ভার্মা, গুলশান দেওয়াইয়া, সোহুম শাহসহ অনেকে।

জানা গেল, এক সপ্তাহের জন্য নির্মাতা রিমা কাগতি ৩৫ জন ক্রু নিয়ে রাজস্থান যাবেন। এই সময়সূচিতে, তিনি লকডাউনের সময়কালের কিছু অসমাপ্ত কাজ সমাপ্ত করার পরিকল্পনা করছেন। পরিস্থিতি কিছুটা আরও ভাল হলেই ‘ফ্যালেন’- এর শুটিংয়ে ‘দাবাং’ গার্ল সোনাক্ষী সিনহা যোগ দেবেন।

এদিকে ভারতের এক জাতীয় দৈনিক তাদের খবরে প্রকাশ করেন, সিরিজটিতে অন্তর্ভুক্ত হওয়ার কথা রয়েছে অজয় দেবগন ও সঞ্জয় দত্তের।

উল্লেখ্য, সবকিছু সময়মতো শেষ হলে ‘ফ্যালেন’ সিরজিটি সামনের বছর মাঝামাঝি সময়ে অবমুক্ত হবে বলে জানা গেছে।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

জনপ্রিয়

সীতাকুণ্ডে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছেন সোনাক্ষী সিনহা

প্রকাশিত : ০৪:১৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০

করোনার কারণে মার্চ মাসে লকডাউন শুরু হয় ভারতে। তার আগেই বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা সম্মতি দিয়েছিলেন রিমা কাগতির আসন্ন ওয়েব সিরিজটিতে কাজ করবেন বলে। ‘ফ্যালেন’ নামের সেই সিরিজ অবশেষে শুরু হচ্ছে।

জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরেই রাজস্থানে শুরু হবে এর শুটিং। এতে প্রধান চরিত্রে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছেন সোনাক্ষী। এখানে অন্যানদের মধ্যে রয়েছেন গল্লি বয় খ্যাত বিজয় ভার্মা, গুলশান দেওয়াইয়া, সোহুম শাহসহ অনেকে।

জানা গেল, এক সপ্তাহের জন্য নির্মাতা রিমা কাগতি ৩৫ জন ক্রু নিয়ে রাজস্থান যাবেন। এই সময়সূচিতে, তিনি লকডাউনের সময়কালের কিছু অসমাপ্ত কাজ সমাপ্ত করার পরিকল্পনা করছেন। পরিস্থিতি কিছুটা আরও ভাল হলেই ‘ফ্যালেন’- এর শুটিংয়ে ‘দাবাং’ গার্ল সোনাক্ষী সিনহা যোগ দেবেন।

এদিকে ভারতের এক জাতীয় দৈনিক তাদের খবরে প্রকাশ করেন, সিরিজটিতে অন্তর্ভুক্ত হওয়ার কথা রয়েছে অজয় দেবগন ও সঞ্জয় দত্তের।

উল্লেখ্য, সবকিছু সময়মতো শেষ হলে ‘ফ্যালেন’ সিরজিটি সামনের বছর মাঝামাঝি সময়ে অবমুক্ত হবে বলে জানা গেছে।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত